[Ubuntu-BD] [অফটপিকের] না পাওয়া ইমেইল বিষয়ক আলোচনা
maSnun
mailbox at masnun.me
Fri Jun 24 15:36:25 UTC 2011
> আপনাকে বলি নিজের কথায় যদি রসবোধ না থাকে তাই বলে অপরের কথার রসবোধকে
> আপনি অবহেলা করতে পারেন না।
সিরিয়াস বিষয় নিয়ে আমাদের রসবোধের পরিচয় দেওয়াটা বোধহয় খুব জরূরী না । আসুন আগে
সমস্যাটার সমাধান করি ।
> উনি যে ভাষা ব্যবহার করেছেন তা আপনার কাছে
> ভদ্রোচিত ভাষা নয় তা ভাবতেই কেমন লাগছে।
আমার কাছে মারাত্বক রকমের অভদ্র মনে না হলেও খুব একটা শোভন মনে হয় নি । একেক
জনের পারসেপশন একেক রকমের । এটার সাথে মানিয়ে নিতে হবে আমাদের ।
> যাক সে কথা আপনি হয়তো উবুন্টু
> মেইলিং লিষ্টটাকে একটা যুদ্ধক্ষেত্র বানাতে চাইছেন। কিন্তু আপনার এই
> অপচেষ্টা ব্যর্থ হবেই। আশাকরছি এরপর থেকে আপনি কাউকে ব্যক্তিগত ভাবে
> আক্রমনাত্মক কথা বলা থেকে বিরত থাকবেন।
>
জেনে ভাল লাগল আমাদের মাঝে এমন কেউ আছেন যিনি মানুষের মাইন্ড রিডিং করতে পারেন
।
> কষ্ট পেলে আমিও দুক্ষিত কিন্তু লিনাক্সের জন্য যে লোকটা এতো কিছু করেন
> তার কথায় কথায় এই রকম বিরোধিতা করা হয়তো ভদ্রতার আশপাশে দাঁড়ায় না।
>
বিরোধিতা করা হয়নি । ইনফরমেশন চাওয়া হয়েছিল যা তিনি দেননি (বা দিতে ভুলে
যাচ্ছেন বার বার) ।
--
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*
More information about the ubuntu-bd
mailing list