[Ubuntu-BD] [অফটপিকের] না পাওয়া ইমেইল বিষয়ক আলোচনা

ajom mahmud ajomraj at gmail.com
Fri Jun 24 14:37:41 UTC 2011


On 6/24/11, Shabab Mustafa <shabab at linux.org.bd> wrote:
> কথাটা পরিষ্কার করেই বলি, "হাঁসের পেটে গেছে" বাক্যটা পছন্দ হচ্ছে না। হাঁস যে
> ময়লা পচা গুগলি খায় তা জানেন তো? তবে কি বলতে চাইছেন আপনি ময়লা টাইপের একটা
> মেইল করেছিলেন মাঝপথে যা 'জনৈক হাঁস' নিজের খাদ্য ভেবে খেয়ে নিয়েছে? আপনার যদি
> সত্যিই সাহায্য করার ইচ্ছা থাকে তবে দয়া করে ভদ্রোচিত ভাষা ব্যবহার করার অনুরোধ
> রইল। আর যদি রাজনৈতিক নেতাদের মত সোজাসাপ্টা কথায় তেনা প্যাঁচাতে চান তবে সেটা
> অন্য কথা।



Shabab Mustafa
আপনাকে বলি নিজের কথায় যদি রসবোধ না থাকে তাই বলে অপরের কথার রসবোধকে
আপনি অবহেলা করতে পারেন না। উনি যে ভাষা ব্যবহার করেছেন তা আপনার কাছে
ভদ্রোচিত ভাষা নয় তা ভাবতেই কেমন লাগছে। আসলে এখন প্রশ্ন উঠছে আপনি বা
নিজে ভদ্রতা সম্পর্কে কতোটুকু জ্ঞান রাখেন! যাক সে কথা আপনি হয়তো উবুন্টু
মেইলিং লিষ্টটাকে একটা যুদ্ধক্ষেত্র বানাতে চাইছেন। কিন্তু আপনার এই
অপচেষ্টা ব্যর্থ হবেই। আশাকরছি এরপর থেকে আপনি কাউকে ব্যক্তিগত ভাবে
আক্রমনাত্মক কথা বলা থেকে বিরত থাকবেন।

কষ্ট পেলে আমিও দুক্ষিত কিন্তু লিনাক্সের জন্য যে লোকটা এতো কিছু করেন
তার কথায় কথায় এই রকম বিরোধিতা করা হয়তো ভদ্রতার আশপাশে দাঁড়ায় না।

ধন্যবাদ
আজম মাহমুদ
রাজশাহী।





> আর আপনি পোস্ট অ্যাকনলেজমেন্ট মেইল পেয়েছেন কিনা সেটা এখন পর্যন্ত জানান নি। আর
> ফুল হেডারও পাঠাননি। স্মল হেডার যেটা আগে দিয়েছেন সেটাতে যে তথ্য আছে সেটা
> যথেষ্ট নয়। ওই তথ্য দিয়ে খুঁজে আপনার মেইলের দেখা পাওয়া যায় নি সেটা তো আগেই
> বলেছি। আরো চেক করে দেখুন যে গুগল আপনাকে কোন মেইল ডেলিভারি ফেইলিউর নোটিশ
> দিয়েছে কিনা।
>
> আর এইসব কাজ করতে যদি আপনার 'টাইম না থাকে' তবে সেইটাও পরিষ্কার করে জানান।
>
> ---
> Shabab Mustafa
> Liaison Person
> Ubuntu Bangladesh
> https://wiki.ubuntu.com/Shabab
>
>
> 2011/6/24 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
>> প্রিয় শাবাব
>>
>> ২৪ জুন, ২০১১ ১১:১৯ am এ তে, Shabab Mustafa <shabab at linux.org.bd> লিখেছে:
>>
>> > আপডেট:
>> > -----------
>> > সাজেদুর রহিম জোয়ারদার রিংয়ের ২৩ জুন, ২০১১ ১২:১৮ am ‌ এ করা মেইল লিস্টের
>> > স্প্যামেও খুঁজে পাওয়া গেল না। পেছনের দিকে ২১ জুনেরও কিছু স্প্যাম দেখতে
>> পাওয়া
>> > যাচ্ছে। ২৩ তারিখের স্প্যামও আছে। কিন্তু ওই মেইলটি নেই। মেইলটি ঠিকমত
>> > সেন্ড
>> > হয়েছে কিনা সেটা পরীক্ষা করে দেখার অনুরোধ করছি।
>> >
>>
>> মেইল দুইটা আমার এখান থেকে তো গিয়েছিলো সেটা তো ফরোয়ার্ড মেইলের হেডারেই বোঝা
>> যাচ্ছে। কিন্তু লিস্টে যাবার পরই "হাঁসের পেটে গেছে"। কারিগরী কোন ত্রুটি
>> ঘটলো
>> কিনা দেখো।
>>
>> ধন্যবাদ
>> --
>> রিং
>> +8801671411437
>>
>> মহাসচিব
>> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>>
>> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event
>> >"
>> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
>> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
>> সদস্য, উবুন্টু
>> বাংলাদেশ
>> <https://launchpad.net/%7Etoshaগুগলিzed<https://launchpad.net/%7Etoshazed>
>> >
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list