[Ubuntu-BD] লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে কি?

maSnun mailbox at masnun.me
Mon Jun 20 18:03:28 UTC 2011


>
> উইন্ডোজের যাত্রা শুরু হয়েছিলো ১৯৯৮ সালে।


কম্পিউটারে আমার হাতে খড়ি হয় উইন্ডোজ নাইন্টি ফাইভ দিয়ে ।

-- 
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*


More information about the ubuntu-bd mailing list