[Ubuntu-BD] লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে কি?
maSnun
mailbox at masnun.me
Mon Jun 20 17:47:48 UTC 2011
>
> আর দাদা আপনি মনে হচ্ছে জানালাপন্থী একজন ব্যবহারকারী। তবে কথাবার্তা বলা
> কিংবা লেখার সময় রসজ্ঞানের সাথে তীব্ররস জ্ঞানটাকেও সাথে রাখা জরুরী।
> আপনি কি জানেন বিশ্বের ৯১ শতাংশ সার্ভারের ওএস কি? কিংবা কোন গোত্রের? আর
> সার্ভারগুলো কি আপনার বা আমাদের বা অন্য কারো জন্য নন-কমার্শিয়াল
> প্রোডাক্ট?
>
রিং ভাইয়া, একটু কষ্ট করে সোর্স বা রেফারেন্স দিবেন কি? আমিও এটা জানি কিন্তু
হিসাবের কোন রেফারেন্স না থাকায় কাউকে দিতে পারি না ।
>
> উইন্ডোজের যাত্রা শুরু হয়েছিলো ১৯৯৮ সালে। বলুন দেখি ২০০৪ সালে এর
> মার্কেট রেটিং কত ছিলো?
খুজে পেলাম না, অবশ্য কাজের চাপে খুব বেশী সময় নিয়ে খুজিনি ।
> এত্ত ভালো একটা প্রোডাক্ট সার্ভার এ?
আমিতো লিনাক্স ডেস্কটপে ব্যবহার করতে চাই ।
সার্ভার বা সুপার কম্পিউটার কেনার টাকা নাই । :(
> আর ২০০৪
> সালে যাত্রা শুরু করা উবুন্টু ২০১১ সালেই পুরো বিশ্বের প্রায় ৪ শতাংশ
> কম্পিউটার ব্যবহারকারীর মন কেড়েছে ইনশাল্লাহ আরো কাড়বে।
এই তথ্যগুলো যারপরনাই কাজের । একটু লিঙ্ক বা রেফারেন্স দিবেন কষ্ট করে ?
--
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*
More information about the ubuntu-bd
mailing list