[Ubuntu-BD] লিনাক্স ও উবুন্টুর জন্য আদৌ কোন এন্টিভাইরাস এর প্রয়োজন আছে কি?

abdul miya abdul.baten3 at gmail.com
Mon Jun 20 16:26:47 UTC 2011


On 06/20/2011 11:35 PM, Junayeed Ahnaf Nirjhor  wrote:
>   ভাই সাজ্জাদ
> এটা ভালো ভাবেই বুঝতেছি, আপনাকে বুঝাইলেও আপনি মানবেন না। তার
> পরেও বলতেছি, লিনাক্স কর্ণেলের বিতরে ফায়ারওয়ালের
> ব্যাবস্থা আছে। আর লিনাক্সে ফাইল রান করে ফাইলের নাম দেখে নয়, ফাইলের বিতরে কি
> লেখা আছে তা দেখে।
>
>
>
>
> হ্যালো ভাই,
>
>
> কার্ণেল বাদ দিয়া আমিও কর্ণেল ইন্সটল করতে চাই যাতে সে অপেরা চালানোর সময় তার সোর্সকোড দেখে আমারে একটু দিয়ে দেয়। আমি Unicode UTF-8 ইমপ্লিমেন্ট করব।
>
>
> ওহ কর্ণেল এর সাহায্য নিয়ে আমি একটু অপেরা M2 মেইল ক্লায়েন্ট ফায়ারফক্স এ ইমপ্লিমেন্ট করব। তো ভাই, আমারে ডিপেন্ডেন্সি সহ কর্ণেল এর ইন্সটলেশন গাইড দিন না প্লিজ।
>
>
> নির্ঝর
> Twitter - @Nirjhor
আপনি নিশ্চিন্তে ব্যাবহার করুন অপেরাতে ভাইরাস নাই।
> বেশি দকার হলে google করুন, তারপরও যদি না বুঝেন অপেক্ষা করুন কখনও দেখা হলে হাতে নাতে শিক্ষিয়ে দিবো খন।



More information about the ubuntu-bd mailing list