[Ubuntu-BD] নোম ৩ নাকি ইউনিটি
Abhi
arup281 at gmail.com
Mon Jun 13 11:00:41 UTC 2011
@সাদি ভাই,
দেখুন ফেডোরায় বাগ আছে বা ফেডোরা ঘন ঘন ক্রাশ করে এগুলো কিন্তু নতুন কোন
কথা নয়, দীর্ঘদিন ধরে এসব কথা শুনে আসছে সবাই, এসব কথাতে সত্যতাও আছে।
আমি প্রথম ফেডোরা ইউজ করি ফেডোরা ৯ দিয়ে, এরপর ১১ পর্যন্ত একটানা ইউজ
করে এসব নানা কারনে বিরক্ত হয়েই কিন্তু উবুন্টুতে শিফট করেছিলাম। এরপর
কতকটা এসব কারনেই আর ফেডোরায় যাওয়া হয়নি, কিছুটা আশংকা, আর কিছুটা
গুজব। তবে ফেডোরা ১৫ রিলিজের পর আমার ভুল ভাঙ্গে, দেখলাম অন্য যেকোন
পূর্ববর্তী ভার্সনের চেয়ে এটি অনেক বেশি স্ট্যাবল। ক্রাশ, এরর বা এধরনের
সমস্যা উল্লেখযোগ্যহারে কম। আমার সমস্যা হয়েছিল মূলত দুটি- ওয়াই-ফাই ও
সাম্বা শেয়ার নিয়ে। ওয়াই-ফাই ড্রাইভার কম্পাইল করে নেওয়ার পর ঠিক
হয়ে গেছে এবং সাম্বার ব্যাপারটিও সমাধান করেছি ফোরাম ও IRC এর সাহায্য
নিয়ে। এছাড়া কিছু ছোটখাট ত্রুটি আছে এবং এগুলো যে সব লিনাক্স
ডিস্ট্রোতেই কম-বেশি আছে তা তো মাসনুন ভাই বলেইছেন।আরেকটা কথা মনে রাখতে
হবে যে, গ্নোম ৩ এখনো বেশ নতুন, ধীরে ধীরে সামনে এগুলে এসব অনেক ত্রুটিও
ঠিক হতে থাকবে। আর ফেডোরাতে কি কি ফিচার আছে তা তো নির্ঝরের মুখেই
শুনলেন। সবমিলিয়ে আমরা ফেডোরা ১৫ ব্যবহার করে ভালো লাগছে বলেই কিন্তু
এটা ব্যবহার করছি।
আশাকরি আপনি এবার বুঝতে পারবেন।
On 6/13/11, Junayeed Ahnaf Nirjhor <zombiegenerator at aol.com> wrote:
>
>
>
>
>
> [অফটপিক]কি কন ভাই ফেডোরা তো বাগ্ (বাঘ-ভালুক টাইপের বিরক্তি কর কিছু
> প্রোগ্রামিং এরর :p)আড্ডাখানে।আমি বুঝি না কেন যে আপনারা আভিজ্ঞ লোকজন ফেডোরা
> ব্যবহার করেন?! আমার মনে হয় ফেডোরা থেকে ডেবিয়ান অনেক ভালো।তবে আমি কাউ খোচা
> দিয়ে কিছু বলি নি এইটা আমার অকান্ত নিজেস্ব মতামত।আমার কোন ভুল হলে দয়া করে মাফ
> করে দিয়ে।আমি অবশ্য বুন্টু-মিন্টু ব্যবহারকারী।:p
>
>
>
> ফেডোরাতে বাগ আছে কিছু কিন্তু ফিচারও বেশী। নোম ৩ একমাত্র ফেডোরাতেই আছে
> (স্যাবায়ন মেইনস্ট্রিম কিছু না) আর প্রেস্টো ডেল্টা হল সবচেয়ে বড় পয়েন্ট ফেডোরা
> ইউজ করার ।
>
>
> প্রেস্টো ডেল্টা হল একটা ইয়াম (ফেডোরার প্যাকেজ ম্যানেজার) প্লাগইন যা আপডেট
> সাইজ অনেক কমিয়ে দেয়। কিভাবে? মনে করুন আপনার একটা প্যাকেজ এর সাইজ ৫০ মেগা ।
> প্যাকেজটার পুরাতন ভার্সন আপনার পিসিতে আছে। পুরাতন থেকে নতুনটার চেঞ্জ ধরেন ৫
> মেগা। এখন প্রেস্টো প্রথমে ঐ ৫ মেগা নামাবে তারপরে আগের ভার্সন টার অপরিবর্তিত
> অংশ আর এই পরিবর্তনটুকু নিয়ে নতুন বিল্ড করবে (এইটা খুব সরল করে বলা,
> টেকনিক্যাল অংশে গেলাম না) । এতে আপডেট সাইজ ৮০% এর বেশী কমে যায়। আমাদের
> বগুড়াতে ভালো নেট নাই। তাই এইটা একটা ভরসা।
>
>
> আরো অনেক ফিচার ফেডোরাতে আছে। উদাহরণঃ systemd, selinux, gallium etc ও আরেকটা
> কথা, ফেডোরা সব প্যাকেজ এর ব্লিডিং এজ ভার্সন দেয়।
>
>
> এগুলাই প্রধান কারণ। ধন্যবাদ ভাইয়া। মতামত জানাবেন আরো কিছু জানার থাকলে।
>
>
> নির্ঝর
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>
More information about the ubuntu-bd
mailing list