[Ubuntu-BD] নোম ৩ নাকি ইউনিটি

Junayeed Ahnaf Nirjhor zombiegenerator at aol.com
Mon Jun 13 08:36:03 UTC 2011






[অফটপিক]কি কন ভাই ফেডোরা তো বাগ্ (বাঘ-ভালুক টাইপের বিরক্তি কর কিছু
প্রোগ্রামিং এরর :p)আড্ডাখানে।আমি বুঝি না কেন যে আপনারা আভিজ্ঞ লোকজন ফেডোরা
ব্যবহার করেন?! আমার মনে হয় ফেডোরা থেকে ডেবিয়ান অনেক ভালো।তবে আমি কাউ খোচা
দিয়ে কিছু বলি নি এইটা আমার অকান্ত নিজেস্ব মতামত।আমার কোন ভুল হলে দয়া করে মাফ
করে দিয়ে।আমি অবশ্য বুন্টু-মিন্টু ব্যবহারকারী।:p



ফেডোরাতে বাগ আছে কিছু কিন্তু ফিচারও বেশী। নোম ৩ একমাত্র ফেডোরাতেই আছে (স্যাবায়ন মেইনস্ট্রিম কিছু না) আর প্রেস্টো ডেল্টা হল সবচেয়ে বড় পয়েন্ট ফেডোরা ইউজ করার ।


প্রেস্টো ডেল্টা হল একটা ইয়াম (ফেডোরার প্যাকেজ ম্যানেজার) প্লাগইন যা আপডেট সাইজ অনেক কমিয়ে দেয়। কিভাবে? মনে করুন আপনার একটা প্যাকেজ এর সাইজ ৫০ মেগা । প্যাকেজটার পুরাতন ভার্সন আপনার পিসিতে আছে। পুরাতন থেকে নতুনটার চেঞ্জ ধরেন ৫ মেগা। এখন প্রেস্টো প্রথমে ঐ ৫ মেগা নামাবে তারপরে আগের ভার্সন টার অপরিবর্তিত অংশ আর এই পরিবর্তনটুকু নিয়ে নতুন বিল্ড করবে (এইটা খুব সরল করে বলা, টেকনিক্যাল অংশে গেলাম না) । এতে আপডেট সাইজ ৮০% এর বেশী কমে যায়। আমাদের বগুড়াতে ভালো নেট নাই। তাই এইটা একটা ভরসা।


আরো অনেক ফিচার ফেডোরাতে আছে। উদাহরণঃ systemd, selinux, gallium  etc ও আরেকটা কথা, ফেডোরা সব প্যাকেজ এর ব্লিডিং এজ ভার্সন দেয়।


এগুলাই প্রধান কারণ। ধন্যবাদ ভাইয়া। মতামত জানাবেন আরো কিছু জানার থাকলে।


নির্ঝর


More information about the ubuntu-bd mailing list