[Ubuntu-BD] নোম ৩ নাকি ইউনিটি
Junayeed Ahnaf Nirjhor
zombiegenerator at aol.com
Sun Jun 12 09:02:22 UTC 2011
হ্যালো,
আমার সাবজেক্ট এই তো বলে দিলাম। এখন আপনাদের মত কি? নোম ৩ বেশী ভালো লাগে নাকি ইউনিটি বেশী ভালো লাগে? আমার ক্ষেত্রে তা নোম ৩। কারণগুলি এরকমঃ
১। জাভাস্ক্রিপ্ট এক্সটেনশন আছে, খুব সহজেই আমি প্রয়োজনীয় ফিচার যোগ করতে পারি এমনকি অন্যের ফোল্ডার কপি করে এনে বসিয়ে দিলেই চলে।
২। থীমিং অনেক সুন্দর।
৩। স্মার্ট ওয়ার্কস্পেস আছে (আমি আর মিনিমাইজ করি না কোন কিছু)।
৪। র্যাম বেশী ইউজ করলেও ইউজারকে একটা Experience দেয়। আজকাল সবারই কমবেশী ২ গিগাবাইট র্যাম আছে , ফলে সেইটাও বড় সমস্যা বলে মনে হয় না।
৫। অনেক কম বাগ আছে, এন্ড ইউজার লেভেলে তেমন কোন সমস্যা চোখে পড়ে নাই।
একটু অসুবিধাঃ
১। ফন্ট প্রেফারেন্স চেঞ্জ করা একটু জটিল।
২। ATI এর অফিসিয়াল ড্রাইভার এখনও সাপোর্ট করে না।
৩। VMWare দিয়ে চলে না।
ইউনিটি আমি সেভাবে ট্রাই করি নাই। একটু টিপে টুপে দেখেছিলাম কিন্তু ভালো লাগে নাই (উবুন্টু পছন্দ হয় না)। আপনারা কে কি ব্যবহার করছেন? কেন করছেন? জানিয়ে পোস্ট করুন।
ধন্যবাদ
নির্ঝর
Twitter- @Nirjhor
More information about the ubuntu-bd
mailing list