[Ubuntu-BD] নোম ৩ নাকি ইউনিটি

maSnun mailbox at masnun.me
Sun Jun 12 09:10:30 UTC 2011


Gnome 3. Unity sucks :(

2011/6/12 Junayeed Ahnaf Nirjhor <zombiegenerator at aol.com>

> হ্যালো,
>
> আমার সাবজেক্ট এই তো বলে দিলাম। এখন আপনাদের মত কি? নোম ৩ বেশী ভালো লাগে নাকি
> ইউনিটি বেশী ভালো লাগে? আমার ক্ষেত্রে তা নোম ৩। কারণগুলি এরকমঃ
>
> ১। জাভাস্ক্রিপ্ট এক্সটেনশন আছে, খুব সহজেই আমি প্রয়োজনীয় ফিচার যোগ করতে পারি
> এমনকি অন্যের ফোল্ডার কপি করে এনে বসিয়ে দিলেই চলে।
> ২। থীমিং অনেক সুন্দর।
> ৩। স্মার্ট ওয়ার্কস্পেস আছে (আমি আর মিনিমাইজ করি না কোন কিছু)।
> ৪। র‍্যাম বেশী ইউজ করলেও ইউজারকে একটা Experience দেয়। আজকাল সবারই কমবেশী ২
> গিগাবাইট র‍্যাম আছে , ফলে সেইটাও বড় সমস্যা বলে মনে হয় না।
> ৫। অনেক কম বাগ আছে, এন্ড ইউজার লেভেলে তেমন কোন সমস্যা চোখে পড়ে নাই।
>
> একটু অসুবিধাঃ
>
> ১। ফন্ট প্রেফারেন্স চেঞ্জ করা একটু জটিল।
> ২। ATI এর অফিসিয়াল ড্রাইভার এখনও সাপোর্ট করে না।
> ৩। VMWare দিয়ে চলে না।
>
>
> ইউনিটি আমি সেভাবে ট্রাই করি নাই। একটু টিপে টুপে দেখেছিলাম কিন্তু ভালো লাগে
> নাই (উবুন্টু পছন্দ হয় না)। আপনারা কে কি ব্যবহার করছেন? কেন করছেন? জানিয়ে
> পোস্ট করুন।
>
>
> ধন্যবাদ
> নির্ঝর
> Twitter- @Nirjhor
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*


More information about the ubuntu-bd mailing list