[Ubuntu-BD] SeLinux blocking SSH port 445

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Sat Jun 11 16:20:42 UTC 2011


প্রিয় নির্ঝর

১১ জুন, ২০১১ ৭:২৫ pm এ তে, Junayeed Ahnaf Nirjhor
<zombiegenerator at aol.com>লিখেছে:

> প্রিয় সাজেদুর ভাই,
>
SE Linux (Security Enhanced Linux) একটা জেনারেল লিনাক্স টুল। এইটা ফেডোরাতে
> বাই ডিফল্ট দেয়া থাকে, উবুন্টুতেও খুব সহজে ইন্সটল করা যায়। তাই এইটা একটা
> লিনাক্স সংক্রান্ত আলোচনা। ফেডোরা সংক্রান্ত না।
>

> 2011/6/11 Nirjhor <zombiegenerator at aol.com>
> Hello,
>
> I was trying to remotely connect to a fedora server from ubuntu using the
> port 445, but the SeLinux there is blocking that port.


তুমি ফেডোরা সার্ভার সংক্রান্ত প্রশ্ন করলে আর বলছো যে এটা লিনাক্স সংক্রান্ত
আলোচনা। বেশ ভালো। লিনাক্সের সকল ডিস্ট্রো নিয়ে আলোচনার জন্য এই লিস্টটা নয়।
বরংচ এটা বিশেষ একটা ডিস্ট্রোর সাথে সম্পর্কিত। আশা করছি আমাদের আলোচনা উবুন্টু
বা এ সংক্রান্ত বিষয়েই সীমাবদ্ধ রাখাটা কার্যকরী হবে।

আর আরেকটা কথা, আমি উবুন্টু থেকে বাইপাসের উপায় ও জানতে চেয়েছিলাম (কোন প্রক্সি
> বা কিছু যদিও সম্ভব না বলেই প্রতীয়মাণ হয়।)
>

আমি কিন্তু তোমাকে গুগলচ্যাটে ফায়ারওয়াল সেটিংসে গিয়ে পোর্টবাইপাস করার বুদ্ধি
দিয়েছিলাম। ওটা কাজে লেগেছে কিনা বলোনি কিন্তু।


> ফেডোরা বাংলাদেশ এর মেইলিং লিস্ট মৃত বললে অত্যুক্তি হয় না।
>

তুমি ফেডোরা ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়লে হয়ে উবুন্টু বাংলাদেশ এর লিস্টে
ফেডোরা সংক্রান্ত বিষয়ে মেইল না করে বরংচ ফেডোরার মূল কমিউনিটিতে মেইল করো। আর
তোমার মেইলগুলোতো ইংরেজীতেই, সহজেই সমস্যার সমাধান পেয়ে যাবে।

আর উবুন্টুর সার্ভার ব্যবহার করলে সার্ভার সার্ভিস সংক্রান্ত সকল বিষয়ের জন্য
সহজ নির্দেশনা পাবে উবুন্টুর সার্ভার গাইডে। তুমি উবুন্টুর সার্ভার গাইডটা
নামিয়ে নিয়ে পড়ে দেখো।

-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list