[Ubuntu-BD] উবুন্টুতে ওপেন অফিস বা অন্যান্য অ্যাপ্লিকেশনে বাংলায় লেখার পদ্ধতি সমূহ

Sazzad Hossain sazzadais at gmail.com
Sat Jun 11 03:29:45 UTC 2011


thank you very much for ur cooperation.
Actually I didnt know the rules and after registering in the mailing list
for more than a couple weeks I didnt get any mail from Ubuntu
network(community).
And I saw some topic irrelevant ans. and I thought it was ok
I will give u feedback
if I mail to ubuntu-bd at lists.ubuntu.com  then does it goes to all of u
concerned,and some one knowledgeable answers,if so I will do mail to this of
my query
Thanks
Sazzad Hossain

2011/6/11 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> প্রিয় সবাই
>
> গতকালকে সাজ্জাদ হোসাইন ভাই এই মেইলিং লিস্টেই আমাদের সবার নিকট ওনার ল্যাপি
> বা
> ডেক্সি তে উবুন্টু ওএস ব্যবহার করে বাংলায় লেখালেখি সংক্রান্ত একটি সমস্যা
> তুলে
> ধরেছেন। আমি তাঁর সাহায্যার্থেই এই পোষ্ট দিচ্ছি। তবে তারও আগে জরুরী কিছু কথা
> বলে নিই।
>
> সাজ্জাদ ভাই আপনি যে থ্রেডে এই প্রশ্ন টা করেছেন সেটা ছিলো "উবুন্টু থেকে
> বিজয়কে হটিয়ে, অভ্র দিয়ে এএনএসআই ফন্টের ব্যবহারে বাংলা টাইপিং সংক্রান্ত"।
> আপনার সমস্যা যেটা সেটার পরিপ্রেক্ষিত ভিন্নতর হওয়ায় আপনাকে শাবাব বিষয়
> পরিবর্তন করতে বলেছেন, আর কিছু না। আর আমি যেহেতু এই লিস্টের পুরাতন
> ব্যবহারকারী তাই আমাকেও হয়তো একটু হালকা খোঁচা দিয়েছে যে আমি যেনো সঠিক পথ
> অবলম্বন করেই উত্তর টা দিই। মানে ওই টপিকে উত্তর না দিয়ে ভিন্ন একটা থ্রেড
> চালু
> করে নিই। এটা আসলে এই মেইলিং লিস্টের একজন মডারেটর হিসেবে ওঁর কর্তব্যের মধ্যে
> পড়ে। এটাতে মন খারাপ করার কিছু নাই। সঠিক নিয়মে, সঠিক বিষয় উল্লেখ পূর্বক
> মেইলগুলো আদান-প্রদান করলে আসলে এই মেইলিং লিস্ট থেকে আমাদের আগামী প্রজন্মই
> সহজেই যে কোন প্রশ্নের উত্তর খুঁজে নিয়ে উপকৃত হবে।
> সেজন্য এই নিয়মটা আমাদের সবাইকেই মেনে চলতে হবে এবং অন্যকে ভুল করতে দেখলে তা
> শুধরে দিতে হবে।
>
> সাজ্জাদ ভাই আমাকে আমার 'রিং' ডাকনামেই আপনি যোগাযোগ করবেন। এই নামটাই আমার
> জন্য স্বাচ্ছ্যন্দের।
>
> এবার আসি উবুন্টুতে বাংলা লেখা সংক্রান্ত বিষয়ে --
>
> ১। প্রথমেই বাংলা ফন্ট এবং প্রয়োজনীয় ভাষা সংক্রান্ত সিস্টেম সাপোর্ট ইনস্টল
> করতে হবে। এজন্যে নেটে সংযুক্ত অবস্থায়
> সিস্টেম>>অ্যাডমিনিষ্ট্রেশন>>ল্যাঙ্গুয়েজ সাপোর্ট থেকে ইনস্টল/রিমুভ ল্যাঙুয়েজ
> বেছে নিন। এরপর নতুন উইন্ডো থেকে বাংলা ভাষার ডানের বক্সটা সিলেক্ট করে দিয়ে
> অ্যাপ্লাই বলুন। কিছু সময়ের মধ্যেই আপনার সিস্টেমে বাংলা ভাষার জন্য প্রয়োজনীয়
> প্যাকেজ সমূহ ডাউনলোড ও ইনস্টল হয়ে যাবে।
>
> ২। এবার ভেবে দেখুন আপনি কোন লে-আউট ব্যবহার করবেন? ইউনিজয় (বিজয়ের কাছাকাছি
> মানের লে-আউটে ইউনিকোড ফন্টে বাংলা লেখা), অভ্র ফোনেটিক (অমিক্রনল্যাবের অভ্র
> ফোনেটিক লে-আউট, আপনি লিখবেন "bangla" == আর ও লিখে দেবে "বাংলা"), প্রভাত
> (অভ্র ফোনেটিকের ন্যায়ই তবে সেমি-ফোনেটিক একটা লে-আউট)।
>
> ৩। প্রভাত লে-আউট ইনস্টল করতে হবে না। এটা বাংলা ভাষার সমর্থনগুলো ইনস্টল করা
> মাত্রই আপনাকে সিস্টেম কি-বোর্ডে বাংলা কি-বোর্ড সেটিংস করামাত্রই বাংলা লিখতে
> দেবে। বাকী দুটোর জন্য আমি পরামর্শ দেবো। ইউনিজয় কিংবা অভ্র ফোনেটিক ব্যবহার
> করতে হলে আপনাকে তিনটে প্যাকেজ ইনস্টল করতে হবে। নেটে কানেক্টেড হোন এবং
> সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজারে যান। এখান থেকে scim এবং scim-m17n প্যাকেজ
> দুটো
> ইনস্টল করে নিন। নেটে কানেক্টেড হবার কারনে প্রয়োজনীয় সব ডিপেন্ডেন্সীগুলোই
> একই
> সাথে ইনস্টল ও কনফিগার হয়ে যাবে।
>
> ৪। এবার এখান থেকে<
> http://scim-avro.googlecode.com/files/scim-avro_0.0.2-1ubuntu9.10_i386.deb
> >অভ্র
> ফোনেটিক কি-বোর্ডের জন্য প্রয়োজনীয় প্যাকেজটি নামিয়ে নিন এবং জিডেবী
> প্যাকেজ ম্যানেজার দিয়ে ইনস্টল করে নিন।
>
> ৫। এবার আবারো সিস্টেম>>অ্যাডমিনিষ্ট্রেশন>>ল্যাঙ্গুয়েজ সাপোর্টে যান এবং এখান
> থেকে কি-বোর্ড ইনপুট মেথড হিসেবে scim-bridge বেছে নিন।
>
> ৬। এবার সিস্টেম>>প্রেফারেন্সেস>>স্কীম ইনপুট মেথড সেটাপ চালু করুন। যে উইন্ডো
> পাবেন তার বামদিকে দুটো গ্লোবাল সেটাপ দেখতে পাবেন। উপরের টাতে ক্লিক করে নিয়ে
> Share the same layout... এর বামপাশের চেকবক্স চেক করে দিন এবং অ্যাপ্লাই করে
> দিন।
>
> ৭। তারপর নিচের গ্লোবাল সেটাপে আসুন এবং সব লে-আউট ডিজেবল করে দিয়ে আবারো
> অ্যাপ্লাই চাপুন। এবার বাংলা ভাষার বাম পাশের বক্সটাতে ক্লিক করুন। এতে করে
> বাংলা ভাষার স্কীম সাপোর্টেড লে-আউটগুলো আপনার সামনে আসবে। এখান থেকে ইউনিজয় /
> অভ্র ফোনেটিক (যে টাতে আপনি স্বাচ্ছ্যন্দবোধ করেন) বেছে নিয়ে তার ডান পাশের
> বক্সটাতে চেক করে দিন। অ্যাপ্লাই করুন। ওকে করে বেরিয়ে আসুন এবং স্কীম সেটাপ
> শেষ করুন।
>
> ৮। সিস্টেম রিবুট করে নিন।
>
> ৯। এবার যে কোন অ্যাপ্লিকেশন (ওপেন অফিস, ফায়ারফক্স, গিএডিট, গিম্প,
> ইন্কস্কেপ)
> চালু করে নিয়ে Ctrl+SpaceBar চাপুন। ঘড়ির আশে পাশে খেয়াল করুন বাংলা লেখা কোন
> একটা বক্স দেখতে পাবেন। এবার সরাসরি আপনার পছন্দের লে-আউটে বাংলা লেখা শুরু
> করে
> দিন।
>
> সবাইকে ধন্যবাদ।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903


More information about the ubuntu-bd mailing list