[Ubuntu-BD] উবুন্টুতে ওপেন অফিস বা অন্যান্য অ্যাপ্লিকেশনে বাংলায় লেখার পদ্ধতি সমূহ
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Sat Jun 11 03:05:46 UTC 2011
প্রিয় সবাই
গতকালকে সাজ্জাদ হোসাইন ভাই এই মেইলিং লিস্টেই আমাদের সবার নিকট ওনার ল্যাপি বা
ডেক্সি তে উবুন্টু ওএস ব্যবহার করে বাংলায় লেখালেখি সংক্রান্ত একটি সমস্যা তুলে
ধরেছেন। আমি তাঁর সাহায্যার্থেই এই পোষ্ট দিচ্ছি। তবে তারও আগে জরুরী কিছু কথা
বলে নিই।
সাজ্জাদ ভাই আপনি যে থ্রেডে এই প্রশ্ন টা করেছেন সেটা ছিলো "উবুন্টু থেকে
বিজয়কে হটিয়ে, অভ্র দিয়ে এএনএসআই ফন্টের ব্যবহারে বাংলা টাইপিং সংক্রান্ত"।
আপনার সমস্যা যেটা সেটার পরিপ্রেক্ষিত ভিন্নতর হওয়ায় আপনাকে শাবাব বিষয়
পরিবর্তন করতে বলেছেন, আর কিছু না। আর আমি যেহেতু এই লিস্টের পুরাতন
ব্যবহারকারী তাই আমাকেও হয়তো একটু হালকা খোঁচা দিয়েছে যে আমি যেনো সঠিক পথ
অবলম্বন করেই উত্তর টা দিই। মানে ওই টপিকে উত্তর না দিয়ে ভিন্ন একটা থ্রেড চালু
করে নিই। এটা আসলে এই মেইলিং লিস্টের একজন মডারেটর হিসেবে ওঁর কর্তব্যের মধ্যে
পড়ে। এটাতে মন খারাপ করার কিছু নাই। সঠিক নিয়মে, সঠিক বিষয় উল্লেখ পূর্বক
মেইলগুলো আদান-প্রদান করলে আসলে এই মেইলিং লিস্ট থেকে আমাদের আগামী প্রজন্মই
সহজেই যে কোন প্রশ্নের উত্তর খুঁজে নিয়ে উপকৃত হবে।
সেজন্য এই নিয়মটা আমাদের সবাইকেই মেনে চলতে হবে এবং অন্যকে ভুল করতে দেখলে তা
শুধরে দিতে হবে।
সাজ্জাদ ভাই আমাকে আমার 'রিং' ডাকনামেই আপনি যোগাযোগ করবেন। এই নামটাই আমার
জন্য স্বাচ্ছ্যন্দের।
এবার আসি উবুন্টুতে বাংলা লেখা সংক্রান্ত বিষয়ে --
১। প্রথমেই বাংলা ফন্ট এবং প্রয়োজনীয় ভাষা সংক্রান্ত সিস্টেম সাপোর্ট ইনস্টল
করতে হবে। এজন্যে নেটে সংযুক্ত অবস্থায়
সিস্টেম>>অ্যাডমিনিষ্ট্রেশন>>ল্যাঙ্গুয়েজ সাপোর্ট থেকে ইনস্টল/রিমুভ ল্যাঙুয়েজ
বেছে নিন। এরপর নতুন উইন্ডো থেকে বাংলা ভাষার ডানের বক্সটা সিলেক্ট করে দিয়ে
অ্যাপ্লাই বলুন। কিছু সময়ের মধ্যেই আপনার সিস্টেমে বাংলা ভাষার জন্য প্রয়োজনীয়
প্যাকেজ সমূহ ডাউনলোড ও ইনস্টল হয়ে যাবে।
২। এবার ভেবে দেখুন আপনি কোন লে-আউট ব্যবহার করবেন? ইউনিজয় (বিজয়ের কাছাকাছি
মানের লে-আউটে ইউনিকোড ফন্টে বাংলা লেখা), অভ্র ফোনেটিক (অমিক্রনল্যাবের অভ্র
ফোনেটিক লে-আউট, আপনি লিখবেন "bangla" == আর ও লিখে দেবে "বাংলা"), প্রভাত
(অভ্র ফোনেটিকের ন্যায়ই তবে সেমি-ফোনেটিক একটা লে-আউট)।
৩। প্রভাত লে-আউট ইনস্টল করতে হবে না। এটা বাংলা ভাষার সমর্থনগুলো ইনস্টল করা
মাত্রই আপনাকে সিস্টেম কি-বোর্ডে বাংলা কি-বোর্ড সেটিংস করামাত্রই বাংলা লিখতে
দেবে। বাকী দুটোর জন্য আমি পরামর্শ দেবো। ইউনিজয় কিংবা অভ্র ফোনেটিক ব্যবহার
করতে হলে আপনাকে তিনটে প্যাকেজ ইনস্টল করতে হবে। নেটে কানেক্টেড হোন এবং
সিন্যাপটিক প্যাকেজ ম্যানেজারে যান। এখান থেকে scim এবং scim-m17n প্যাকেজ দুটো
ইনস্টল করে নিন। নেটে কানেক্টেড হবার কারনে প্রয়োজনীয় সব ডিপেন্ডেন্সীগুলোই একই
সাথে ইনস্টল ও কনফিগার হয়ে যাবে।
৪। এবার এখান থেকে<http://scim-avro.googlecode.com/files/scim-avro_0.0.2-1ubuntu9.10_i386.deb>অভ্র
ফোনেটিক কি-বোর্ডের জন্য প্রয়োজনীয় প্যাকেজটি নামিয়ে নিন এবং জিডেবী
প্যাকেজ ম্যানেজার দিয়ে ইনস্টল করে নিন।
৫। এবার আবারো সিস্টেম>>অ্যাডমিনিষ্ট্রেশন>>ল্যাঙ্গুয়েজ সাপোর্টে যান এবং এখান
থেকে কি-বোর্ড ইনপুট মেথড হিসেবে scim-bridge বেছে নিন।
৬। এবার সিস্টেম>>প্রেফারেন্সেস>>স্কীম ইনপুট মেথড সেটাপ চালু করুন। যে উইন্ডো
পাবেন তার বামদিকে দুটো গ্লোবাল সেটাপ দেখতে পাবেন। উপরের টাতে ক্লিক করে নিয়ে
Share the same layout... এর বামপাশের চেকবক্স চেক করে দিন এবং অ্যাপ্লাই করে
দিন।
৭। তারপর নিচের গ্লোবাল সেটাপে আসুন এবং সব লে-আউট ডিজেবল করে দিয়ে আবারো
অ্যাপ্লাই চাপুন। এবার বাংলা ভাষার বাম পাশের বক্সটাতে ক্লিক করুন। এতে করে
বাংলা ভাষার স্কীম সাপোর্টেড লে-আউটগুলো আপনার সামনে আসবে। এখান থেকে ইউনিজয় /
অভ্র ফোনেটিক (যে টাতে আপনি স্বাচ্ছ্যন্দবোধ করেন) বেছে নিয়ে তার ডান পাশের
বক্সটাতে চেক করে দিন। অ্যাপ্লাই করুন। ওকে করে বেরিয়ে আসুন এবং স্কীম সেটাপ
শেষ করুন।
৮। সিস্টেম রিবুট করে নিন।
৯। এবার যে কোন অ্যাপ্লিকেশন (ওপেন অফিস, ফায়ারফক্স, গিএডিট, গিম্প, ইন্কস্কেপ)
চালু করে নিয়ে Ctrl+SpaceBar চাপুন। ঘড়ির আশে পাশে খেয়াল করুন বাংলা লেখা কোন
একটা বক্স দেখতে পাবেন। এবার সরাসরি আপনার পছন্দের লে-আউটে বাংলা লেখা শুরু করে
দিন।
সবাইকে ধন্যবাদ।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list