[Ubuntu-BD] উবুন্টুকে pppoe কানেকশন তৈরি করার সার্ভার বানাব কিভাবে?
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Fri Jun 10 07:00:17 UTC 2011
প্রিয় নূর
১০ জুন, ২০১১ ১১:২৮ am এ তে, Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com
> লিখেছে:
> উবুন্টুকে pppoe কানেকশন তৈরি করার সার্ভার বানাব কিভাবে? আমি এই লাইনে একদমই
> অজ্ঞ তাই ঠিকমত লিখতে পারছি না।
>
তুমি প্রক্সি সার্ভার হিসেবে ব্যবহার করতে চাইছো কি তোমার উবুন্টুকে? মানে
তোমার কানেকশানটাকেই শেয়ার করতে চাইছো কি?
যদি তাই চাও আর আইএসপি বেজড সলিউশন দিতে হয় তো "স্কুইড প্রক্সি সার্ভার / squid
proxy" ব্যবহার করতে পারো। খুবই স্ট্যাবল আর শক্তিশালী একটা প্রক্সি সার্ভার
এটা।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list