[Ubuntu-BD] উবুন্টু পিসি কিনতে চাই

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Wed Jun 8 23:42:46 UTC 2011


প্রিয় হাবীব কবির

৮ জুন, ২০১১ ১১:৫১ pm এ তে, Habib Kabir <kobir_eee at yahoo.co.uk> লিখেছে:

> আমি আমার বন্ধুকে নতুন একটা ডেস্কটপ কিনে দিতে সাহায্য করতে চাই। কোর আই-৩ এর
> প্রসেসর হতে হবে। ল্যানকার্ড, স্কেনার, প্রিন্টারও থাকবে।আপাতত কোন এক্সটারনাল
> গ্রাফিক্স কার্ড বা সাউন্ড কার্ড কিনবেনা (তবে ভবিষ্যতে কিনবে), ইন্টারনাল
> কার্ড দিয়েই কাজ চালিয়ে নেবে। এখন কি কনফিগারেশনের কোন মাদারবোর্ড, রেম,
> হার্ডডিস্ক ইত্যাদি কিনলে উইন্ডোজের পাশাপাশি উবুন্টু ও কুবুন্টু ঝামলেহীনভাবে
> চালানো যেতে
> পারে? আমার বন্ধুর বাজেট সবকিছু মিলিয়ে ৪০ হাজার টাকা (একটু এদিক সেদিক অবশ্য
> হতে পারে)।
>
> দয়া করে উবুন্টুতে চলার উপযোগী করে সকল ডিভাইসের একটা কনফিগ দেবেন কেউ? আর
> যদি এক্সটারনাল গ্রাফিক্স কার্ড  সাউন্ড কার্ড নেয় তবে কোনটা নেয়া
> বুদ্ধিমানের হবে? আমি চাচ্ছি সবকিছু যাতে উবুন্টুতে অটোমেটিকই পেয়ে যায়,
> আলাদা করে কিছু (কমান্ড নিয়ে ঝামেলা) যেন করতে না হয়।
>

প্রথমেই আপনাকে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এজন্য যে আপনি এই মেইলিং লিস্টের প্রথম
সচেতন ক্রেতা যিনি কিনা প্রকাশ্যে উবুন্টু উপযোগী হার্ডওয়্যার দিয়ে পিসি কিনতে
চাইলেন।

আপনার পছন্দের ইন্টেল কোর আই ৩ প্রসেসর (দ্বিতীয় প্রজন্ম) যুক্ত পিসির জন্য
আমার পরামর্শ হলো --
ক) Asus এর G45 সিরিজের মাদারবোর্ড
খ) ২ জিবি বা আপনার পছন্দের মেমোরি
গ) ৫০০ জিবি স্যামসাং হার্ডডিস্ক
ঘ) সস্তায় প্রিন্টার, স্ক্যানার এবং কপিয়ার সহ কিনলে লেক্সমার্কের Z 2650 কিংবা
এইচপির F 2400 কিনতে পারেন। এ দুটো ছাড়া বাকীগুলোর দাম চড়া। সেক্ষেত্রে
প্রিন্টার হিসেবে স্যামসাং কিংবা ক্যাননের লেজার প্রিন্টার আর ক্যানোস্ক্যান
লাইড ২৫ কিনতে পারেন।
ঙ) মনিটর হিসেবে এইচপি'র ১৮.৫ ইঞ্চির এলইডি মনিটর নিতে পারেন। দাম কমবেশী
৮৭০০টাকা।
চ) ল্যানকার্ড বিল্টইন হিসেবে পাবেন। আশাকরি আপনার পিসির ইহকালে আর নতুন কোন
কার্ড দরকার পড়বে না। যদি পড়ে তো ডি-লিংক কিংবা টিপিলিংকের যে কোন কার্ড লাগাতে
পারেন।
ছ) এক্সটারনাল গ্রাফিক্সের ক্ষেত্রে এখনই কোন পরামর্শ নয়। কেননা যখন আপনি ওটা
কিনবেন তখন যদি পরামর্শ নেন তো সেটা আধুনিকতম এবং সময়োপযোগী হবে বলে আমার
বিশ্বাস।

আর যদি এরকম হয় যে আপনি ঢাকার থেকেই হার্ডওয়্যার কিনবেন তো একদিন আগে জানালে
আমি আপনাকে সময় দিতে পারবো। ইনশাল্লাহ হার্ডওয়্যার সেটাপ করে নিয়ে, ওখানে বসেই
সরাসরি আপনার পিসিতে উবুন্টু সেটাপ এবং হার্ডওয়্যারগুলোকে কনফিগার করে দিতে /
সাহায্য করতে পারবো।

ধন্যবাদ।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list