[Ubuntu-BD] উবুন্টু পিসি কিনতে চাই

shiplu shiplu.net at gmail.com
Thu Jun 9 01:01:44 UTC 2011


উবুন্টুতে আপনার যেসব হার্ডওয়্যার নিয়ে সমস্যা হতে পারে এবং তার জন্য
করনীয় সমূহ লিখে দিলাম। এর বাইরেও কিছু থাকতে পারে।

১) প্রিন্টার। এই লিঙ্ক
https://wiki.ubuntu.com/HardwareSupportComponentsPrintersCanon দেখুন
ক্যাননের জন্য।  এবং এটা অন্য সকল প্রিন্টারের জন্য।  যে প্রিন্টারটা
কিনতে চাইছেন তা এখানে দেখুন। যদি দেখেন রিপোর্ট ভাল তবে কিনে ফেলুন। নয়ত
অন্য প্রিন্টার দেখুন।
২) স্ক্যানার। স্ক্যানারও দেখতে পাবেন এইখানে
https://wiki.ubuntu.com/HardwareSupportComponentsScanners। ইদানিং
ক্যানন স্ক্যানার চলে ভাল (উবুন্টুতে না, বাজারে চলে ভাল)। ক্যাননের
লিঙ্কটা https://wiki.ubuntu.com/HardwareSupportComponentsScannersCanon
৩) ইন্টারনেট মডেম। ওয়াইম্যাক্সের কোন ইউএসবি ডোঙ্গলই চলবে না। কিনতে হবে
ইনডোর মডেম, Aw3, Zyxel, Siemens Gigaset এসব।  আর এজ/জিপিআরএস/3g যেসব
মডেম সাপোর্ট করে সেগুলোর তালিকা পাবেন এখানে।
http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=3223
৪) সাউন্ড কার্ড। বিল্ট ইন সাউন্ড কার্ড হলে কোন সমস্যা হবে না আশা করি।
এক্সটার্নাল সাউন্ড কার্ড হয়ত উবুন্টু নাও পেতে পারে।
৫) গ্রাফিক্স কার্ড। থ্রিডি এক্সেলারেশন পেতে হলে ভেন্ডরের দেয়া ড্রাইভার
ইন্সটল করতে হবে। নয়ত  2d এক্সেলারেশন, কম্পিজ ইথ্যাদির জন্যে উবুন্টু
এমনি ডিফল্টভাবে যেটা ইন্সটল করবে তাতেই কাজ করার কথা।


মোটামুটি উপরের সমস্যা গুলো ঠিক মত মেইনটেইন করতে পারলে এবং স্টেবল
সিস্টেম বার বার পরিবর্তন না করলে অনেকদিন শান্তিমত কম্পিউটার ইউজ করতে
পারবেন।

-- 
Shiplu Mokadd.im
Follow me, http://twitter.com/shiplu
Innovation distinguishes between follower and leader


More information about the ubuntu-bd mailing list