[Ubuntu-BD] Linux Mint লাইভ সিডি থেকে চালানো যায়?

sagir khan sagir42 at gmail.com
Wed Jun 8 19:45:52 UTC 2011


যাক ভাই উবুন্টুর জন্য যা হয়েছে হয়েছে। এখন আর ইদুর মারার জন্য স্কাড মিসাইল
চালাবো না।

৯ জুন, ২০১১ ১:২৮ am এ তে, Shabab Mustafa <shabab at linux.org.bd> লিখেছে:

> 2011/6/9 sagir khan <sagir42 at gmail.com>
>
> > উবুন্টু ইনস্টল করার সময় আমি 20 গিগার একটি ড্রাইভ করেছিলাম ext3 দিয়ে আর 5
> > গিগার একটি ড্রাইভ   swap দিয়ে করেছিলাম। এর পর তাতে ইন্সটল করেছিলাম।
> > ঠিক এই ভাবে লিনাক্স মিন্ট করলে হবে নাকি কোন পরিবর্তন রয়েছে।
> >
>
> ভাই, ডেক্সটপের জন্য ৫ গিগা সোয়াপ পার্টিশন আর ইঁদুর মারার জন্য স্কাড মিসাইল
> একই রকম কথা। একটা সময় ছিল যখন মানুষ ৬৪ বা ১২৮ মেগাবাইট র‍্যামে পিসি চালাত।
> সেই সময় আম জনতার জন্য একটা থাম্বরুল ছিল সোয়াপ হওয়া উচিৎ র‍্যামের দ্বিগুণ।
> কিন্তু আগের সেই দিন তো আর নেই। আপনি ১গিগা সোয়াপ তৈরি করলেও খেয়াল করলে
> দেখবেন
> তার ৭০-৮০% সবসময় অব্যবহৃতই থেকে যায়। অতএব, লম্বা করে একটা সোয়াপ পার্টিশন
> থাকলেই যে আপনার পিসি হাওয়ার বেগে উড়বে এটা খুবই ভুল ধারণা। আপনার পিসিতে ২
> গিগা হার্জ প্রসেসরের সাথে ১ গিগা র‍্যাম হলে সোয়াপ হয়ত প্রয়োজনই পড়বে না।
> কারণ
> সোয়াপের ডাক তখনই পড়ে যখন প্রসেসরের স্পীড থাকে বেশি আর সেই অনুপাতে র‍্যামের
> যোগান ক্ষমতা থাকে কম।
>
> আর উবুন্টু যেভাবে ইন্সটল সেভাবে ইন্সটল করলেই হবে। খালি দয়া করে ৫ গিগা সোয়াপ
> তৈরি করবেন না।
>
> ---
> Shabab Mustafa
> Liaison Person
> Ubuntu Bangladesh
> https://wiki.ubuntu.com/Shabab
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list