[Ubuntu-BD] OpenOffice.Org মেনুতে দেখাচ্ছেনা. . .
Shabab Mustafa
shabab at linux.org.bd
Sat Jun 4 13:20:22 UTC 2011
Alt + F2 চেপে সেখানে লিখুন soffice , তারপর এন্টার দিন। এতে যদি ওপেন অফিস
চালু না হয় তবে আপনার ইন্সটলেশনেই সমস্যা হয়েছে। সিনাপ্টিক প্যাকেজ ম্যানেজারে
গিয়ে Remove Completely দিয়ে পুরো রিমুভ (আপনার সেটিংসসহ রিমুভ হবে) করে আবার
ইন্সটল করে দেখুন।
---
Shabab Mustafa
Liaison Person
Ubuntu Bangladesh
https://wiki.ubuntu.com/Shabab
2011/6/4 Abhi <arup281 at gmail.com>
> আপনি প্রথমে সিনাপ্টিকে গিয়ে দেখুন ওপেন-অফিস সংক্রান্ত প্যাকেজগুলো সব
> ইন্সটল আছে কি না, এরপর মেনু এডিটর ওপেন করুন, ঐখানে অফিস অংশে গিয়ে
> দেখুন ওপেন-অফিসের জন্য এন্ট্রি আছে কি না, আর দেখুন এন্ট্রি থেকে থাকলে
> সেগুলোতে টিক দেওয়া আছে কি না, টিক দেওয়া না থাকলে টিক দিয়ে দিন।
>
> On 6/4/11, sagir khan <sagir42 at gmail.com> wrote:
> > OpenOffice.org উবুন্টুর সফটওয়্যার সেন্টার থেকে ইনস্টল করলাম। কিন্তু
> সমস্যা
> > হল এটি Application>office এ দেখাচ্ছে না। কম্পিউটার একবার রিস্টার্স দিলাম
> > কিন্তু তাও কাজ হচ্ছে না। ইডিট মিনুতে গিয়ে দেখলাম তাতেও নেই।
> >
> > এখন কি করবো?
> >
> > --
> > ধন্যবাদ
> > সগীর হোসাইন খান
> > _______________________________________________________________
> > ✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽
> ✽
> > _______________________________________________________________
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
> --
> -------------------------
> Abhi
> Opensource Enthusiast
> My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
> Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
> E-mail <abhi_69 at ovi.com>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list