[Ubuntu-BD] OpenOffice.Org মেনুতে দেখাচ্ছেনা. . .

Abhi arup281 at gmail.com
Sat Jun 4 09:44:31 UTC 2011


আপনি প্রথমে সিনাপ্টিকে গিয়ে দেখুন ওপেন-অফিস সংক্রান্ত প্যাকেজগুলো সব
ইন্সটল আছে কি না, এরপর মেনু এডিটর ওপেন করুন, ঐখানে অফিস অংশে গিয়ে
দেখুন ওপেন-অফিসের জন্য এন্ট্রি আছে কি না, আর দেখুন এন্ট্রি থেকে থাকলে
সেগুলোতে টিক দেওয়া আছে কি না, টিক দেওয়া না থাকলে টিক দিয়ে দিন।

On 6/4/11, sagir khan <sagir42 at gmail.com> wrote:
> OpenOffice.org  উবুন্টুর সফটওয়্যার সেন্টার থেকে ইনস্টল করলাম। কিন্তু সমস্যা
> হল এটি Application>office এ দেখাচ্ছে না। কম্পিউটার একবার রিস্টার্স দিলাম
> কিন্তু তাও কাজ হচ্ছে না। ইডিট মিনুতে গিয়ে দেখলাম তাতেও নেই।
>
> এখন কি করবো?
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.co.cc>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>


More information about the ubuntu-bd mailing list