[Ubuntu-BD] উবুন্টুতে PHP এবং Joomla

sagir khan sagir42 at gmail.com
Fri Jun 3 20:14:43 UTC 2011


দ্বিতীয় ধাপে যে ফাইল ওপেন হচ্ছে তৃতীয় ধাপ অনুযায়ী তাতে কোন কিছু মুছা যাচ্ছে
না।
এবার?

৪ জুন, ২০১১ ১:৫৩ am এ তে, Shabab Mustafa <shabab at linux.org.bd> লিখেছে:

> /var/www ডিরেক্টরির পারমিশন পরিবর্তন করাটা খুব একটা বুদ্ধিমানের মত কাজ বলে
> মনে হয় না। এর চেয়ে বরং অন্য একটা বুদ্ধি বাতলাই।
>
> ১।
> প্রথমে আপনার হোম ডিরেক্টরিতে htdocs নামে একটা ফোল্ডার তৈরি করুন। অর্থাৎ
> পাথটা হবে /home/<user>/htdocs
>
> ২।
> এইবারে Alt + F2 চেপে Run Application এর বক্সে লিখুন
>   /etc/apache2/sites-enabled/000-default
> একটা ফাইল ওপেন হবে।
>
> ৩।
> এইবার ওপেন হওয়া ফাইলের যত যায়গায় '/var/www' লেখা রয়েছে সব যায়গায় '/var/www'
> মুছে লিখে দিন
> '/home/<user>/htdocs' (<user> এর যায়গায় আপনার ইউজারনেম বসাবেন)। এরপর ফাইলটি
> সেভ করে বেরিয়ে আসুন।
>
> ৪।
> এখন টার্মিনাল খুলে কমান্ড দিন:
>  sudo /etc/init.d/apache2 restart
>
> ব্যস, এইবার আপনার হোম ডিরেক্টরির ভেতরের htdocs ফোল্ডারটাই আপনার লোকাল
> সার্ভারের ডিরেক্টরি। এটাকে নিয়ে ইচ্ছে মত খেলাধূলা করুন।
>
> বোনাস:
> =======
> উপরের কাজগুলো যদি জটিল মনে হয় বা দীর্ঘ মনে হয় তাহলে টার্মিনাল খুলে সেখানে
> নিচের কমান্ডটি কপি পেস্ট (মাউসের রাইট-বাটন চেপে) করে রান করুন। পুরো কাজটাই
> স্বযংক্রিয়ভাবে তো হবে এবং http://localhost/ ব্রাউজ করলে আপনার পিএইচপির
> সেটিংস দেখতে পাবেন:
>
>
> mkdir -p htdocs; usr=`whoami`; sudo sed -i "s|/var/www|/home/$usr/htdocs|"
> /etc/apache2/sites-enabled/000-default; sudo /etc/init.d/apache2 restart;
> echo "<?php phpinfo(); ?>" > ~/htdocs/index.php
>
>
>
> ---
> Shabab Mustafa
> Liaison Person
> Ubuntu Bangladesh
> https://wiki.ubuntu.com/Shabab
>
>
> On Fri, Jun 3, 2011 at 11:52 PM, Md. Eftakhairul Islam <
> eftakhairul at gmail.com> wrote:
>
> > sudo chmod -R 755 forder_name
> >
> > ---
> > Best regards
> > Md. Eftakhairul Islam *Rain    *
> > blog: http://eftakhairul.wordpress.com
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list