[Ubuntu-BD] উবুন্টুতে PHP এবং Joomla

Shabab Mustafa shabab at linux.org.bd
Fri Jun 3 19:53:34 UTC 2011


/var/www ডিরেক্টরির পারমিশন পরিবর্তন করাটা খুব একটা বুদ্ধিমানের মত কাজ বলে
মনে হয় না। এর চেয়ে বরং অন্য একটা বুদ্ধি বাতলাই।

১।
প্রথমে আপনার হোম ডিরেক্টরিতে htdocs নামে একটা ফোল্ডার তৈরি করুন। অর্থাৎ
পাথটা হবে /home/<user>/htdocs

২।
এইবারে Alt + F2 চেপে Run Application এর বক্সে লিখুন
   /etc/apache2/sites-enabled/000-default
একটা ফাইল ওপেন হবে।

৩।
এইবার ওপেন হওয়া ফাইলের যত যায়গায় '/var/www' লেখা রয়েছে সব যায়গায় '/var/www'
মুছে লিখে দিন
'/home/<user>/htdocs' (<user> এর যায়গায় আপনার ইউজারনেম বসাবেন)। এরপর ফাইলটি
সেভ করে বেরিয়ে আসুন।

৪।
এখন টার্মিনাল খুলে কমান্ড দিন:
  sudo /etc/init.d/apache2 restart

ব্যস, এইবার আপনার হোম ডিরেক্টরির ভেতরের htdocs ফোল্ডারটাই আপনার লোকাল
সার্ভারের ডিরেক্টরি। এটাকে নিয়ে ইচ্ছে মত খেলাধূলা করুন।

বোনাস:
=======
উপরের কাজগুলো যদি জটিল মনে হয় বা দীর্ঘ মনে হয় তাহলে টার্মিনাল খুলে সেখানে
নিচের কমান্ডটি কপি পেস্ট (মাউসের রাইট-বাটন চেপে) করে রান করুন। পুরো কাজটাই
স্বযংক্রিয়ভাবে তো হবে এবং http://localhost/ ব্রাউজ করলে আপনার পিএইচপির
সেটিংস দেখতে পাবেন:


mkdir -p htdocs; usr=`whoami`; sudo sed -i "s|/var/www|/home/$usr/htdocs|"
/etc/apache2/sites-enabled/000-default; sudo /etc/init.d/apache2 restart;
echo "<?php phpinfo(); ?>" > ~/htdocs/index.php



---
Shabab Mustafa
Liaison Person
Ubuntu Bangladesh
https://wiki.ubuntu.com/Shabab


On Fri, Jun 3, 2011 at 11:52 PM, Md. Eftakhairul Islam <
eftakhairul at gmail.com> wrote:

> sudo chmod -R 755 forder_name
>
> ---
> Best regards
> Md. Eftakhairul Islam *Rain    *
> blog: http://eftakhairul.wordpress.com
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list