[Ubuntu-BD] Fwd: Call for creating and testing localized ISO images

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Sun Jul 24 03:36:20 UTC 2011


প্রিয় শাহরিয়ার

2011/7/23 Shahriar Tariq <shahriar at linux.org.bd>

> 2011/7/23 maSnun <mailbox at masnun.me>
>
> > This is a very good thing. We shall not need to tolerate the hideous
> Bangla
> > localization done by the Indians. We could just localize for our self.
> >
>
> This might brought up the question on how to conform whether the
> localization has been done up to the mark following link may help
>
> https://wiki.ubuntu.com/Translations/LanguagePackUpdatesQA
>

অনুবাদের কাজের জন্য স্বেচ্ছাসেবীদের আহবান করা থেকে শুরু করে কাজটা গুছিয়ে শেষ
করার জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেয়া হলেই কাজ শুরু করা হবে ইনশাল্লাহ। আমি
নিজেকে এ প্রকল্পে একটানা কাজ করানোর জন্য প্রস্তুত করতে শুরু করে দিয়েছি।


> > উবুন্টু বাংলাদেশ থেকে এমন একটি উদ্যোগ গ্রহন করা হলে আমি সবরকম সক্রিয়
> > সহযোগীতা করতে পারবো বলে আশা রাখি।
> >
> currently we don't have any active projects at hand we are more of on the
> side of "ঘর গুছানো" before taking on any projects and then not finishing it.
>
> but I suppose foundation for open source solution may take up the
> opportunity?
>

আমি আপনার প্রস্তবনাটুকু স্বাগ্রহে গ্রহন করলাম। আমি ফাউন্ডেশন ফর ওপেন সোর্স
সলিউশনস বাংলাদেশ এর আগামী কার্যনির্বাহী সভায় তুলবো। এবং আমি আপনাদের কাছ থেকে
মানে উবুন্টু বাংলাদেশ টিমের টিম লিডার এবং এডমিনদের কাছ থেকে এ বিষয়ে
প্রাতিষ্ঠানিক যোগাযোগ (আংশিক/পূর্ন প্রাতিষ্ঠানিক সহযোগীতা অথবা অনাপত্তি
পত্র) আশা করছি। কেননা এর আগে মৌখিকভাবে অনেক কাজের অনুমতি/অনুমোদন,
সুনাম/দুর্নাম, অর্থনৈতিক লাভ/ক্ষতি ইত্যাদি নিয়ে বহু 'জল ঘোলা' হয়েছে আমার এবং
আমার সহকর্মী/সহমর্মীদের সাথে। আমি আর এই 'ঘোলা জল' প্রক্রিয়ায় পড়তে চাচ্ছি না।

আশা রাখছি আমাদের সবার সক্রিয় অংশগ্রহন, সহায়তা এবং সামগ্রিক প্রচেষ্টায় সৃষ্টি
হবে আমাদের দেশের জন্য সম্পূর্ন, সহজবোধ্য বাংলা ভাষায় -- "উবুন্টু - বাংলাদেশ
সংস্করন"।

আমি এই ডিস্ট্রোটি জনসম্মুখে উন্মুক্ত করার তারিখ আগামী নভেম্বরের দ্বিতীয়
সপ্তাহে করতে চাইছি। এবং সে লক্ষ্যে সব স্বেচ্ছাসেবীগন কে শ্রমদেবার মানসিকতা
এবং প্রস্তুতি গ্রহনের আহ্বান করছি।

সবাই একটা বিষয় লক্ষ্য করুন: আমাদের সংগঠনের নাম *ফাউন্ডেশন ফর ওপেন সোর্স
সলিউশনস বাংলাদেশ *বা* এফওএসএস বাংলাদেশ*।

ধন্যবাদ সবাইকে।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list