[Ubuntu-BD] wine problem
Sazzad Hossain
sazzadais at gmail.com
Thu Jul 21 19:24:40 UTC 2011
ভাইয়া আমি .exe file গুলো আমি G:/ drive থেকে install করতে চেয়েছিলাম
2011/7/22 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
> প্রিয় সাজ্জাদ হোসাইন ভাই
>
> ২২ জুলাই, ২০১১ ১:০৮ am এ তে, Sazzad Hossain <sazzadais at gmail.com> লিখেছে:
>
> > সেই exe ফাইলটাতে মাউসের রাইট ক্লিক করে properties
> > > এবার Permissions ট্যাবের নিচের দিকে allow executing file as program
> > লেখার বামপাশের বক্সে টিক চিহ্ন দিয়ে দিন (মাউসের লেফ্ট ক্লিক করে)
> >
> > এ টা করলেও allow executing file as program লেখার বামপাশের বক্সে টিক চিনহ
> > আসে না
> >
>
> যদি আপনি কোন ফ্যাট (পেনড্রাইভ) কিংবা এনটিএফএস ড্রাইভ (টেম্পোরারিলি
> মাউন্টেড)
> থেকে করতে চেষ্টা করেন তো সমস্যা। সিকিউরিটি জনিত কারনেই আপনি এই ধরনের ফাইল
> এক্সটারনাল মিডিয়া বা টেম্পোরারিলি মাউন্টেড ড্রাইভ থেকে চালাতে পারবেন না।
> আপনি আপনার প্রয়োজনীয় ফাইল/গুলো আপনার হোম ফোল্ডারে রেখে এই কাজটি করুন এবং
> চালনা করুন। আশা করি সমস্যা মিটে যাবে।
>
> ধন্যবাদ।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903
More information about the ubuntu-bd
mailing list