[Ubuntu-BD] wine problem

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Thu Jul 21 19:17:43 UTC 2011


প্রিয় সাজ্জাদ হোসাইন ভাই

২২ জুলাই, ২০১১ ১:০৮ am এ তে, Sazzad Hossain <sazzadais at gmail.com> লিখেছে:

> সেই exe ফাইলটাতে মাউসের রাইট ক্লিক করে properties
> > এবার Permissions ট্যাবের নিচের দিকে allow executing file as program
> লেখার বামপাশের বক্সে টিক চিহ্ন দিয়ে দিন (মাউসের লেফ্ট ক্লিক করে)
>
> এ টা করলেও  allow executing file as program লেখার বামপাশের বক্সে টিক চিনহ
> আসে  না
>

যদি আপনি কোন ফ্যাট (পেনড্রাইভ) কিংবা এনটিএফএস ড্রাইভ (টেম্পোরারিলি মাউন্টেড)
থেকে করতে চেষ্টা করেন তো সমস্যা। সিকিউরিটি জনিত কারনেই আপনি এই ধরনের ফাইল
এক্সটারনাল মিডিয়া বা টেম্পোরারিলি মাউন্টেড ড্রাইভ থেকে চালাতে পারবেন না।
আপনি আপনার প্রয়োজনীয় ফাইল/গুলো আপনার হোম ফোল্ডারে রেখে এই কাজটি করুন এবং
চালনা করুন। আশা করি সমস্যা মিটে যাবে।

ধন্যবাদ।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list