[Ubuntu-BD] Ubuntu Installation in Multiple PCs

Ahmad Firoz firoz.ngk at gmail.com
Tue Jul 19 17:10:30 UTC 2011


রিং ভাই আমি ডুয়েল বুটে একই কাজ  করতে চাচ্ছি। আমাদের পিসি পাচটা এবং ল্যান
কানেক্ট  করতে না পারায় ফেলে রেখেছি ল্যন তার । ল্যন কানেক্ট করার কোণ
টিউটোরিয়াল ( জানালা এবং উবুন্টু তে) এর লিঙ্ক থাকলে আমাকে দিন । আর -- আমি যাই
করি না কেন প্রত্যেকেটা হার্ড ডিস্কের নির্দিষ্ট পার্টিশনে করতে চাই । বাকি
পার্টিশন গুলোর যেন কোন ক্ষতি না হয়।
From,
Firoz Ahmad(ত্রিনিত্রির রাশিমালা)


More information about the ubuntu-bd mailing list