[Ubuntu-BD] Ubuntu Installation in Multiple PCs
Arafat Rahman
opurahman at gmail.com
Tue Jul 19 05:15:40 UTC 2011
সালাম নেবেন সবাই,
আশা করি সবাই ভাল আছেন। লিস্টের প্রতিটি মেইলে এক নজর করে চোখ বুলাতে ভুল করি
না। তবে রিপ্লাই দেয়া হয় ওঠে না।
আমি একটি ল্যাবের ৩০ টি কম্পিউটারে উবুন্টু ইনস্টল করতে চাচ্ছি। উবুন্টু ইনস্টল
করার পরে প্রয়োজনীয় সফটওয়্যার ও কনফিগারেশন সব একই রকম করতে চাচ্ছি। পিসিগুলোর
কনফিগারেশন মোটামুটি কাছা কাছি। কিছু ভিন্নতাও আছে। কোন পদ্ধতিতে করলে কম সময়ে
এত গুলো পিসিতে উবুন্টু ইন্সটল সহজে করা যাবে? অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।
উল্লেখ্য, যেখানে ইনস্টল করবো সেখানে জানালা ব্যবহারকারী আছে কিন্তু উবুন্টু
ইনস্টল করার মত সাহয্যকারী পাব বলে মনে হচ্ছে না। সবকিছু আমাকেই করতে হবে।
সুতরাং কম সময়ে ৩০ টি পিসিতে কিভাবে করা যায় সেটাই আমার টার্গেট।
*Arafat Rahman*
Web Application Developer, SolutionArena.com <http://www.solutionarena.com>
http://arafatbd.net
More information about the ubuntu-bd
mailing list