[Ubuntu-BD] ওপেন অফিসের ফাইল বন্ধুদের জানালায় খুলছে না।
maSnun
mailbox at masnun.me
Sun Jul 17 14:26:04 UTC 2011
উনি ওপেন অফিসে করা ফাইল মাইক্রোসফট অফিসে খোলার চেষ্টা করছেন । আমার সব সময়ই
সমস্যা করেছে । যেহেতু এই বিষয়ে বিস্তারিত জানি না তাই আর কিছু বলা থেকে বিরত
থাকছি । তবে এর সমাধান পাওয়া গেলে চমৎকার হবে ।
2011/7/17 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
> প্রিয় মাসনূন
>
> ১৭ জুলাই, ২০১১ ৮:০৫ pm এ তে, maSnun <mailbox at masnun.me> লিখেছে:
>
> > ওপেন অফিস বা লিব্র অফিস এর তৈরি doc বা docx পুরোপুরি কম্প্যাটিবল হয় না
> > মাইক্রোসফট অফিসের সাথে। অফিসে আদালাতে ওপেন অফিস ব্যবহারের জন্য এটা এখনো
> একটা
> > বড় বাধা ।
> >
>
> আমার মনে হয় না। এটা জানালার ভার্সনের সাথে কিছু একটা সমস্যা করছে। আর কিছু
> না।
> কেননা --
>
>
> > > >> 2011/7/17 sagir khan <sagir42 at gmail.com>
> > > >>
> > > >> > সমস্যা হল ফাইলগুলো এক্সপিতে খুলছে কিন্তু সেভেনে সমস্যা করছে। doc
> এবং
> > docx উভয়তেই সমস্যা করছে।
> >
>
> আমাদের শামীম ভাই নিজের থিসিস পেপার, প্রেজেন্টেশন, প্রশ্নপত্র সবই তৈরী করেন
> ওপেন অফিসে এবং তাঁর ছাত্রদেরকেও তাঁর অনুসরন করতে হয়। ওনার ভার্সিটি কিন্তু
> পুরোপুরি ওপেন প্ল্যাটফর্মে চলে না। জানালা+উবুন্টু মিক্সড। কিন্তু তাতে
> ওনাদের
> সমস্যা হচ্ছে না। ওপেন অফিসের কিছু কোড অবৈধভাবে ব্যবহৃত হয়েছিলো এমএসঅফিস
> ২০০৭
> এ। তাই মনে হয় ওটা "সপ্তম জানালা"র সাথে কোনক্রমে ম্যাচ করতে সমস্যা হচ্ছে।
> অফিস ২০১০ ব্যবহার করে দেখা যেতে পারে।
>
> আর সগীর ভাই আপনার কাছে কিছু জিজ্ঞাসা ছিলো --
> ১। আপনি কি ফাইলগুলোকে সরাসরি এমএসঅফিসের ফরম্যাটে সেভ করছেন? নাকি ফাইল সেভ
> করে এসে তারপর এক্সটেনশনটুকু বদলে দিচ্ছেন?
> ২। যদি প্রথমটা করে থাকেন তো ফাইল সেভ করার সময় কম্প্যাটিবিলিটি ইস্যুতে কিছু
> একটা সতর্কবার্তা দেখায়। ওই সময় কি করছেন?
>
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*
More information about the ubuntu-bd
mailing list