[Ubuntu-BD] ওপেন অফিসের ফাইল বন্ধুদের জানালায় খুলছে না।

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Sun Jul 17 14:21:09 UTC 2011


প্রিয় মাসনূন

১৭ জুলাই, ২০১১ ৮:০৫ pm এ তে, maSnun <mailbox at masnun.me> লিখেছে:

> ওপেন অফিস বা লিব্র অফিস এর তৈরি doc বা docx পুরোপুরি কম্প্যাটিবল হয় না
> মাইক্রোসফট অফিসের সাথে। অফিসে আদালাতে ওপেন অফিস ব্যবহারের জন্য এটা এখনো একটা
> বড় বাধা ।
>

আমার মনে হয় না। এটা জানালার ভার্সনের সাথে কিছু একটা সমস্যা করছে। আর কিছু না।
কেননা --


>  > >> 2011/7/17 sagir khan <sagir42 at gmail.com>
> > >>
> > >> > সমস্যা হল ফাইলগুলো এক্সপিতে খুলছে কিন্তু সেভেনে সমস্যা করছে। doc এবং
> docx উভয়তেই সমস্যা করছে।
>

আমাদের শামীম ভাই নিজের থিসিস পেপার, প্রেজেন্টেশন, প্রশ্নপত্র সবই তৈরী করেন
ওপেন অফিসে এবং তাঁর ছাত্রদেরকেও তাঁর অনুসরন করতে হয়। ওনার ভার্সিটি কিন্তু
পুরোপুরি ওপেন প্ল্যাটফর্মে চলে না। জানালা+উবুন্টু মিক্সড। কিন্তু তাতে ওনাদের
সমস্যা হচ্ছে না। ওপেন অফিসের কিছু কোড অবৈধভাবে ব্যবহৃত হয়েছিলো এমএসঅফিস ২০০৭
এ। তাই মনে হয় ওটা "সপ্তম জানালা"র সাথে কোনক্রমে ম্যাচ করতে সমস্যা হচ্ছে।
অফিস ২০১০ ব্যবহার করে দেখা যেতে পারে।

আর সগীর ভাই আপনার কাছে কিছু জিজ্ঞাসা ছিলো --
১। আপনি কি ফাইলগুলোকে সরাসরি এমএসঅফিসের ফরম্যাটে সেভ করছেন? নাকি ফাইল সেভ
করে এসে তারপর এক্সটেনশনটুকু বদলে দিচ্ছেন?
২। যদি প্রথমটা করে থাকেন তো ফাইল সেভ করার সময় কম্প্যাটিবিলিটি ইস্যুতে কিছু
একটা সতর্কবার্তা দেখায়। ওই সময় কি করছেন?

-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list