[Ubuntu-BD] পার্টিশনে অনাকাঙ্ক্ষিত unallocated space
maya2k10 at gmail.com
maya2k10 at gmail.com
Sat Jul 16 11:16:55 UTC 2011
রিংদা,
আপনার দেখা পেয়ে ভাল লাগছে। ফাইল এলোকেশন টেবিল মুছবো কিভাবে। পার্টিশন
মোছার পর তো শুধুমাত্র হার্ডডিস্কটাকেই দেখায়।
On 16/07/2011, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com> wrote:
> প্রিয় মায়া
>
> ১৫ জুলাই, ২০১১ ১১:৩৪ pm এ তে, maya2k10 at gmail.com <maya2k10 at gmail.com>লিখেছে:
>
>> তা ঠিক, কিন্তু কেন এরকম দেখাচ্ছে? আমি কি ভুল করেছি? তা জানতে চাই।
>>
>
> আপনার হার্ডডিস্কে কোন সমস্যা আছে কিনা তা ঠিক বোঝা যাচ্ছে না। আপনি এই
> পার্টিশনের কাজটা আরেকটা মেশিন (যেটাতে ইতোমধ্যে উবুন্ট/লিনাক্স মিন্ট চলছে) এর
> সেকেন্ডারী ডিস্ক হিসেবে বসিয়ে নিয়ে এই হার্ডডিস্কের সব পার্টিশন মুছে দিন এবং
> ফাইল অ্যালোকেশন টেবিল টাও মুছে ফেলুন। তারপর নতুন করে ফাইল অ্যালোকেশন টেবিল
> সহ সব পার্টিশন নতুন করে তৈরী করুন।
>
> এরপর হার্ডডিস্কটাকে আপনার আগের মেশিনে নিয়ে আসুন এবং উবুন্টু/লিনাক্স মিন্ট
> সেটাপ করে নিন। আশা করি সমস্যা থাকবে না।
>
> যদি এরপরেও এই সমস্যা থেকে যায় তো কষ্ট করে হার্ডডিস্কটা সাথে করে আমাদের
> ফাউন্ডেশনে চলে আসুন একদিন সময় করে। সরাসরি দেখে দেয়া যাবেখন।
>
> ধন্যবাদ।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list