[Ubuntu-BD] পার্টিশনে অনাকাঙ্ক্ষিত unallocated space
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Sat Jul 16 01:45:11 UTC 2011
প্রিয় মায়া
১৫ জুলাই, ২০১১ ১১:৩৪ pm এ তে, maya2k10 at gmail.com <maya2k10 at gmail.com>লিখেছে:
> তা ঠিক, কিন্তু কেন এরকম দেখাচ্ছে? আমি কি ভুল করেছি? তা জানতে চাই।
>
আপনার হার্ডডিস্কে কোন সমস্যা আছে কিনা তা ঠিক বোঝা যাচ্ছে না। আপনি এই
পার্টিশনের কাজটা আরেকটা মেশিন (যেটাতে ইতোমধ্যে উবুন্ট/লিনাক্স মিন্ট চলছে) এর
সেকেন্ডারী ডিস্ক হিসেবে বসিয়ে নিয়ে এই হার্ডডিস্কের সব পার্টিশন মুছে দিন এবং
ফাইল অ্যালোকেশন টেবিল টাও মুছে ফেলুন। তারপর নতুন করে ফাইল অ্যালোকেশন টেবিল
সহ সব পার্টিশন নতুন করে তৈরী করুন।
এরপর হার্ডডিস্কটাকে আপনার আগের মেশিনে নিয়ে আসুন এবং উবুন্টু/লিনাক্স মিন্ট
সেটাপ করে নিন। আশা করি সমস্যা থাকবে না।
যদি এরপরেও এই সমস্যা থেকে যায় তো কষ্ট করে হার্ডডিস্কটা সাথে করে আমাদের
ফাউন্ডেশনে চলে আসুন একদিন সময় করে। সরাসরি দেখে দেয়া যাবেখন।
ধন্যবাদ।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list