[Ubuntu-BD] ইন্টারনেটে কতটুকু খরচ করলাম তা দেখার জন্য কোন সফটওয়্যার আছে?
ZM.Mehdi Hassan
mehdi680 at gmail.com
Sun Jul 10 15:42:25 UTC 2011
sudo apt-add-repository ppa:pyside/ppa
sudo apt-get update
sudo apt-get install pyside-tools
হ্যা কাজ হয়েছে। প্রথমে উপরের কাজ গুলো করে
cd ~/Downloads/nsmgr8-ifmon-<tab>
এখানে <tab> মানে হলো কিবোর্ডের ট্যাব কি। এরপর রান করুন
sudo python install_ubuntu.py
করলাম। জলবৎ তরলং হয়ে গেল। ধন্যবাদ। আচ্ছা System Monitor থেকেও তো এই তথ্য
পাওয়া যায়, তাইনা।
--
শ্যামলিমা
+8801678702533
সভাপতি
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
More information about the ubuntu-bd
mailing list