[Ubuntu-BD] ইন্টারনেটে কতটুকু খরচ করলাম তা দেখার জন্য কোন সফটওয়্যার আছে?

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Sun Jul 10 10:38:46 UTC 2011


PySide ইনস্টল করার জন্য এই কমান্ডগুলো রান করুন। কাজ হয়ে যাবে।
sudo apt-add-repository ppa:pyside/ppa
sudo apt-get update
sudo apt-get install pyside-tools

----------------------------------------------------------
Dedicated Linux Forum in
Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
Follow Me Twiter <https://twitter.com/#%21/AshickunNoor>
Thank you
Md Ashickur Rahman




১০ জুলাই, ২০১১ ৩:৩১ pm এ তে, Nasimul Haque <nasim.haque at gmail.com> লিখেছে:

> ইনস্টল করার ধাপগুলি আমি আবার একটু বলি।
> এই সফটওয়্যারটি একটি ppa-এর উপর নির্ভরশীল। মিন্টে সরাসরি উবুন্তু পিপিএ
> সাপোর্ট করে কিনা আমার জানা নেই। যদি না থাকে তাহলে এই ইনস্টল স্ক্রিপ্ট
> মিন্টে কাজ করবে না। সেক্ষেত্রে আপনার নিজেকে PySide -এর 1.0.3 বা এর বড়
> ভার্সন ইনস্টল করে নিতে হবে। আপনি ইনস্টল কমান্ডটি রান করে আউটপুটটা একটু
> দেখান।
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list