[Ubuntu-BD] অভ্রর সাথে ইউনিবিজয়-লেআউট ব্যবহার করব কীভাবে?
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Sat Jul 9 01:51:11 UTC 2011
নিউটন ভাই
বহুদিন পর আপনাকে আমাদের মাঝে দেখে খুবই আনন্দ হচ্ছে।
৯ জুলাই, ২০১১ ২:২০ am এ তে, Salim Reza Newton <salimrezanewton at gmail.com>লিখেছে:
> কোয়ার্ক এক্সপ্রেস ৮.০১ (বহুভাষাবিদ) বিজয় বায়ান্নো ২০১১ এর সাথে দুর্দান্ত
> কাজ করছে। এই সমস্যাটা নিয়ে বছর খানেক ধরে ভুগছিলাম। সেটা মিটল। তার মানে বিজয়ে
> বানানো বাংলা নথিপত্রগুলো কোয়ার্ক দিয়ে ওয়েবপেজে পরিণত করা এখন শুধু কারিগরি
> সময়ের ব্যাপার।
>
> কোয়ার্কের এই সংস্করণটা অভ্রর সাথেও খুব ভালো কাজ করে। কিন্তু সেটা অভ্র ৫.০
> -- ইউনি-বিজয়-লেআউটবিহীন অভ্র। কিন্তু, অভ্র ৫.০ এর সাথে মোটামুটি বিজয়-লেআউট
> দিয়ে টাইপ করার উপায় কী?
>
অভ্র ৫.০ থেকেই ইউনিজয় লে-আউটটা তুলে নেয়া হয়েছে। তবে আপনি চাইলে মনে হয় আগের
"ইউনিবিজয়" লে-আউটটাই অভ্রের আগের সংস্করন থেকে সংগ্রহ করে নিয়ে এসে এখানে
যুক্ত করে নিতে পারবেন।
অথবা
আপনি এখান<http://omicronlab.com/forum/index.php?act=dscriptca&CODE=viewcat&cat_id=2>থেকে
দি বস লেআউট ২ / বিজয় ৯৯.৯৯% লেআউট দুটোর একটা নামিয়ে নিন এবং অভ্র ৫.০ র
সাথে যুক্ত করে দিন।
আর নতুন অভ্রতে কিভাবে কি-বোর্ড লে-আউট যোগ করা যায় সে বিষয়ে অমিক্রনল্যাবের
সাইটে বিস্তারিত পাবেন।
আশা করি আপনার কাজে আসবে। ধন্যবাদ।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list