[Ubuntu-BD] অভ্রর সাথে ইউনিবিজয়-লেআউট ব্যবহার করব কীভাবে?

Salim Reza Newton salimrezanewton at gmail.com
Fri Jul 8 20:20:05 UTC 2011


কোয়ার্ক এক্সপ্রেস ৮.০১ (বহুভাষাবিদ) বিজয় বায়ান্নো ২০১১ এর সাথে দুর্দান্ত কাজ
করছে। এই সমস্যাটা নিয়ে বছর খানেক ধরে ভুগছিলাম। সেটা মিটল। তার মানে বিজয়ে
বানানো বাংলা নথিপত্রগুলো কোয়ার্ক দিয়ে ওয়েবপেজে পরিণত করা এখন শুধু কারিগরি
সময়ের ব্যাপার।

কোয়ার্কের এই সংস্করণটা অভ্রর সাথেও খুব ভালো কাজ করে। কিন্তু সেটা অভ্র ৫.০ --
ইউনি-বিজয়-লেআউটবিহীন অভ্র। কিন্তু, অভ্র ৫.০ এর সাথে মোটামুটি বিজয়-লেআউট দিয়ে
টাইপ করার উপায় কী?


More information about the ubuntu-bd mailing list