[Ubuntu-BD] কারণ একসময় হয়তো লিনাক্স ছাড়া আর উপায় থাকবে না।

Shoyeb Mahmood shmood at gmail.com
Thu Jul 7 17:41:26 UTC 2011


অনুগ্রহ করে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকুন। আমরা চাইনা মেইলিং লিস্ট
কারো ব্যক্তিগত আক্রমণের জায়গা হোক।

On 7/7/11, maSnun <mailbox at masnun.me> wrote:
>>
>> আপনি জনাব অবতার গোত্রের মহামানব।
>
>
> নির্ঝর, দয়া করে কাউকে ব্যক্তিগত আক্রমন না করার জন্য অনুরোধ করা গেল ।
>
>
>
>> ওহ হ্যাঁ, সেলেরনে লিনাক্স সত্যিই খুব ভালো চলে। Celeron+Mint FTW
>>
>
> মিন্ট এর মধ্যে ডেবিয়ান মিন্ট টা ভালো লেগেছে । উবুন্টু বেইজড মিন্ট ভাল লাগেনি
> । লিনাক্সের সীমাবদ্ধতা আছে, যারা আমরা লিনাক্স চালাই সীমাবদ্ধতা মেনেই চালাই ।
> এটা যার যার ব্যক্তিগত পছন্দ । পাইরেসী না করে যার যেটা ভাল লাগে সে সেটা
> ব্যবহার করুক ।
>
> আমরা মেইলিং লিস্টে বিতর্ক সৃষ্টি করা থেকে বিরত থাকি ।
>
> --
> ***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
> *
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list