[Ubuntu-BD] কারণ একসময় হয়তো লিনাক্স ছাড়া আর উপায় থাকবে না।
Nirjhor
zombiegenerator at aol.com
Thu Jul 7 12:08:23 UTC 2011
On Thu, 07 Jul 2011 15:08:22 +0600, Nasimul Haque <nasim.haque at gmail.com>
wrote:
> @Masnun, if you need windows specific software. There's no reason to
> stop you using it. But most of the users do not need specific software
> in their home computer.
>
> I did not bash windows here. Comparing things are necessary when you
> have choices. You must have reasons to use something over others. So
> do not take negatively everything when you find Linux and Windows in
> the same article/post. I have written about it sometime ago in
> projanmo. For the curious: http://forum.projanmo.com/topic27099.html
>
নাসিম ভাই আমি দুপুরে একটা মেইল করেছিলাম কিন্তু কোন কারণে কন্টেন্ট আসে নাই।
তো যাই হোক, আমি লাইফটাইম সাপোর্ট বলে ভুল করেছি তাই ক্ষমাপ্রার্থী। এইটা
আসলে হবে "বেশ অনেক দিন" (কত দিন তা এখনও জানি না)। ধন্যবাদ আপনাকে।
জনাব সাজেদুর রহিম জোয়ারদার ভাই,
আপনি জনাব অবতার গোত্রের মহামানব। আপনি দেশের খাতিরে অকাতরে প্রাণ বিলিয়ে
দিতে প্রস্তুত। আপনার ব্লগে দেশ ও জাতির বিবেকের তরে জাতীয় ট্যাগ ব্যবহার হয়।
আপনার কথা তো অবশ্যই আলাদা। ভালো, ফ্র্যান্স এবং জার্মানীর সরকারের মত করে
ব্যবহার করতে থাকেন লিনাক্স। ৫২৫০ টাকা দামের উইন্ডোজ নিয়েই খুশি (এখন নাকি
৪০০০)।
ওহ হ্যাঁ, সেলেরনে লিনাক্স সত্যিই খুব ভালো চলে। Celeron+Mint FTW
--
Using Opera's revolutionary email client: http://www.opera.com/mail/
Yours-
Nirjhor
Twitter - @Nirjhor
More information about the ubuntu-bd
mailing list