[Ubuntu-BD] কারণ একসময় হয়তো লিনাক্স ছাড়া আর উপায় থাকবে না।

maSnun mailbox at masnun.me
Thu Jul 7 11:26:08 UTC 2011


> একেবারে সাধারন ব্যবহারকারীদের জন্য -- উইন্ডোজ সেভেন হোম এডিশনের দাম কত?
> (এটার অফিসিয়াল সাপোর্ট আশা করা যায় আগামী বেশ কয়েক বছর পাওয়া যাবে) এক বছর
> মেয়াদী একটা অ্যান্টিভাইরাসের দাম কত? উইন্ডোজের জন্য সাপোর্ট মাইক্রোসফট থেকে
> কিনতে গেলে কি পরিমান ব্যয় করতে হয়?
>
> যদি এটুকু হিসাব করি তাহলেই একটা পিসিতে ব্যবহার্য সফটওয়্যারের দাম পড়বে প্রায়
> হাজার ছয়েক টাকা (অংকটা হাজারের নিচে কিন্তু নামলো না) বা প্রায় ৮০ ডলার
> (বর্তমানে ডলারের বিনিময় মূল্যে)। এটুকু যদি বাঁচিয়ে নিয়ে একজন ব্যবহারকারীকে
> যথাযথ তথ্য নিরাপত্তার সাথেই কম্পিউটার ব্যবহার করতে দেয়া যায় তো বছরে কত টাকা
> এদেশের বাঁচিয়ে রাখা যায় সেটা হিসেব করে দেখুন। আজম মাহমুদ ভাই এটুকু
> বুঝিয়েছেন
> এই থ্রেডে তাঁর প্রথম মেইলে।
>


ভাইয়া আমি উইন্ডোজ টপিকটাকে বাদ দিতে চাচ্ছিলাম । আপনার কথার সূত্র ধরে একটু
বলি ।

হোম এডিশনের দাম ৪০০০ টাকা (খুলনার লোকাল মার্কেটে ২ সপ্তাহ আগে খোজ নেওয়া)

এন্টি ভাইরাস কিনে ব্যবহার না করলেও চলে । মাইক্রোসফটের সিকিউরিটি এসেন্সিয়ালস
আছে । অনেক ফ্রি এন্টি-ভাইরাস আছে ।

কার কত খরচ হবে তা তার প্রয়োজনের উপর নির্ভর করে । কারো যদি প্রফেশনাল টুলস
লাগে তবে তার তো খরচ বেশী লাগবেই । আর দেশের খরচ বাচানোটা অত্যন্ত গুরুত্বপূর্ন
কিন্তু প্রফেশনালদের প্রোডাক্টিভিটি অটুট রেখেই যতদূর যাওয়া যায় । যেমন ওয়েব
ডেভেলপমেন্টের জন্য লিনাক্স ব্যবহার করে প্রচুর অর্থ সঞ্চয় করা সম্ভব ।


> এখানে আজম মাহমুদ ভাই লিখলেনটা কি আর এর পরিনতিতে হাসতে হাসতে একেবারে মেঝেতে
> গড়াগড়ি খেতে হলো আমাদের এই লিস্টেরই এক সদস্যকে। আবার শুধু গড়াগড়ি খেলেও চলতো,
> গড়াগড়ি খেতে খেতেই পেটের ভুটুরভাটুর থেকে উৎপন্ন কিছু বিতর্কিত কথাও ঝেড়ে
> দিলেন
> 'জানালা' বনাম 'লিনাক্স' নিয়ে।
>

দেখুন ভাইয়া, এটা নিয়ে আমি কোন মন্তব্য করব না । অনেক সময় দেখা যায় লিনাক্স
ফ্যানরাও উইন্ডোজ এর কথা শুনলে গড়াগড়ি খায় । আমি মতামত এর স্বাধীনতায় বিশ্বাসী
যতক্ষন না পর্যন্ত তা অন্যকে আঘাত করে ।



>
> > আসুন পাইরেসী কে না বলি । এরপর সাধ্যমত যার কাছে যেটা ভাল লাগে সেটা ব্যবহার
> > করি ।
> >
>
> ঠিক তাই।
>
> আমি উল্লেখ করতে চাই জার্মানী এবং ফ্রান্স সরকার কি নিজ দেশ, জনগন আর
> প্রযুক্তি
> বিষয়ে একেবারে অজ্ঞ? নাকি বেবুঝ? নাকি নাদান? ওঁরা যদি মুক্ত প্রযুক্তির
> ব্যবহারে নিজের সকল প্রয়োজন মেটাতে পারে এবং পূর্নশক্তি প্রয়োগে সচেষ্ট হয় তবে
> কেন আমাদের প্রযুক্তিবিদগণ "ডট.নেট" প্রযুক্তির বাইরে আসতে অক্ষম হচ্ছেন?
>

ভাইয়া আপনার কথার কাউন্টার দিতে গিয়ে যদি বলি এই দুটো দেশের বাইরে যত দেশ আছে,
তাহলে কি তারা সবাই নাদান উইন্ডোজ ফেলে না দেওয়ায়? এসব বলে লাভ নেই । সরকারী
পর্যায়ে লিনাক্স এডোপ্ট করা অবশ্যই জরুরী তবে কোন প্রযুক্তি কি বাদ দিয়ে রাখা
বা ছোট করে রাখা খুব একটা বুদ্ধিমানের কাজ না । আর আমি তো বলেছি, আমার কিছু
ক্লায়েন্ট আছেন যারা ডট নেটে কাজ চান । এরকম অনেকেরই ক্লায়েন্ট থাকতে পারে। আমি
যদি এখন ডট নেট বাদ দেই, তাহলে কি আমার ক্লায়েন্ট আমাকে কাজ বা পেমেন্ট কোন টা
দেবে? আমি চাইলেই সব কিছু পরিবর্তন করে ফেলতে পারব না । ভাল কোয়ালিটি পেলে
লোকজন এমনিতেই মুক্ত প্রযুক্তির দিকে আসবে । তাদের জোর করার দরকার নেই বা ডট
নেটের সমালোচনা করার দরকার নেই । আমাদের প্রত্যেকেই মনে করি আমিই সবচেয়ে
বুদ্ধিমান । তাই মানুষকে কোন কিছু চাপিয়ে না দিয়ে স্বীয় বুদ্ধি ব্যবহার করতে
দিতে আমি ইচ্ছুক । আমি সব সময় লিনাক্সের ভালো দিক, মন্দ দিক বলি আমার বন্ধুদের,
আমি ভুলেও উইন্ডোজের কথা টানি না । আমি চাই উইন্ডোজ আর লিনাক্সের তুলনাটা তারাই
করে নিক ।


তবে আপনার সাথে একমত দেশের খরচ বাচানোর জন্য লিনাক্সের বিকল্প নেই । তবে
কম্পাটিবিলিটি আরো বাড়ানো দরকার । উইন্ডোজের সাথে যত বেশী কম্পাটিবল হবে,
লিনাক্সে মুভ করায় তত বেশী সুবিধা হবে ।

-- 
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*


More information about the ubuntu-bd mailing list