[Ubuntu-BD] কারণ একসময় হয়তো লিনাক্স ছাড়া আর উপায় থাকবে না।

ajom mahmud ajomraj at gmail.com
Thu Jul 7 11:11:08 UTC 2011


রিং ভাই,
আপনি বিষয়টি এতো সুন্দর করে বোঝাতে পেরেছেন যা সত্যিই প্রশংসনীয়। দেশের
স্বার্থে ও দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে আমাদের এখনই চিন্তা ভাবনা করা
প্রয়োজন। সত্যি সময় দ্রুতই ফুরিয়ে আসছে।

খুব কঠিন কথাগুলো এতো সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।


বিনত
আজম মাহমুদ





2011/7/7 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> প্রিয় লিনাক্সপ্রেমী ভাই ও বোন
>
> ৭ জুলাই, ২০১১ ৩:০২ pm এ তে, maSnun <mailbox at masnun.me> লিখেছে:
>
> > আমি বলতে চাইছি জেনুইন সফটওয়্যারের দাম কখনোই হাজার হাজার টাকা না । আমি
> > দেখেছি অনেকে হিসাব দিয়ে দেখান একজন লোকের ৩৫-৫০ হাজার টাকার সফটওয়্যার লাগে
>> > এইসব লোকের ধান্দাবাজিতে ভুলবেন না । সবার সব সফটওয়্যার লাগে না । তাই
> আপনারো
> > যে
> > পিসির সাথে ৫০,০০০ টাকার সফটওয়্যার লাগবে এমনটি না ।
> >
>
> একেবারে সাধারন ব্যবহারকারীদের জন্য -- উইন্ডোজ সেভেন হোম এডিশনের দাম কত?
> (এটার অফিসিয়াল সাপোর্ট আশা করা যায় আগামী বেশ কয়েক বছর পাওয়া যাবে) এক বছর
> মেয়াদী একটা অ্যান্টিভাইরাসের দাম কত? উইন্ডোজের জন্য সাপোর্ট মাইক্রোসফট থেকে
> কিনতে গেলে কি পরিমান ব্যয় করতে হয়?
>
> যদি এটুকু হিসাব করি তাহলেই একটা পিসিতে ব্যবহার্য সফটওয়্যারের দাম পড়বে প্রায়
> হাজার ছয়েক টাকা (অংকটা হাজারের নিচে কিন্তু নামলো না) বা প্রায় ৮০ ডলার
> (বর্তমানে ডলারের বিনিময় মূল্যে)। এটুকু যদি বাঁচিয়ে নিয়ে একজন ব্যবহারকারীকে
> যথাযথ তথ্য নিরাপত্তার সাথেই কম্পিউটার ব্যবহার করতে দেয়া যায় তো বছরে কত টাকা
> এদেশের বাঁচিয়ে রাখা যায় সেটা হিসেব করে দেখুন। আজম মাহমুদ ভাই এটুকু
> বুঝিয়েছেন
> এই থ্রেডে তাঁর প্রথম মেইলে।
>
> ৭ জুলাই, ২০১১ ২:৫০ pm এ তে, maSnun <mailbox at masnun.me> লিখেছে:
>
> > ভাইয়া, আমি চাইনা এখানে আবার লিনাক্স বা উইন্ডোজ বিতর্ক শুরু হোক। আমরা এমন
> > কোন ই-মেইল না করি এই মেইলিং লিস্টে যা এই ধরণের বিতর্ক জন্ম দেয় ।
> >
>
> মাসনূন ভাই এটা তুমি সহ বুঝদার সদস্যরা বুঝলেও কিছু করার নাই। নাদান আর
> উত্মাচাম্বা কিছু মন্তব্য পেতে হবেই লিস্টে। কেননা শাখামৃগ গোত্রের মানসিকতা
> সম্পন্ন কিছু মানুষ জগতের সবখানেই বর্তমান আর  এঁরা বির্তক না দেখতে পেলে
> প্রয়োজনে উটকো বির্তক তৈরী করে নেবে। উদাহর স্বরূপ বলা যায় যে --
>
> ৭ জুলাই, ২০১১ ১:১৩ pm এ তে, ajom mahmud <ajomraj at gmail.com> লিখেছে:
>
> > তবে একটা কথা কি, আপনি চুরি করে একটি টাকা কারো মেরে দেওয়া পছন্দ করেন না।
> বেশ
> > ভালো কথা। আপনি কারো চুরি সহ্য করতে পারেন না। তবে কেন প্রতিদিন মাইক্রোসফট
>> > অন্যান্য কোম্পানীর হাজার হাজার টাকা চুরি করে বা মেরে দিয়ে উইন্ডোজ ও
> পাইরেটেড
> > সফটওয়্যার চালাবেন। নিতান্ত প্রয়োজনের বশে এটা করতে পারেন যেহেতু আমরা
> দরিদ্র
> > দেশের দরিদ্র জনসাধারণ। কিন্তু অন্তত পক্ষে ডুয়েল বুটে জানালার সাথে লিনাক্স
> > কেউ মাঝে মধ্যে চালানোর জন্য রাখুন। কারণ একসময় হয়তো লিনাক্স ছাড়া আর উপায়
> > থাকবে না। হয় হাজার হাজার টাকা গুনে এটা কিনে চালাতে হবে নয়তো লিনাক্স
> চালাতে
> > হবে।
> >
> > আর এখানে হেল্প করার জন্য তো সহৃদয় ব্যক্তিগণ অপেক্ষা করেই আছেন। হ্যাপি
> > লিনাক্সিং...
> >
>
> এখানে আজম মাহমুদ ভাই লিখলেনটা কি আর এর পরিনতিতে হাসতে হাসতে একেবারে মেঝেতে
> গড়াগড়ি খেতে হলো আমাদের এই লিস্টেরই এক সদস্যকে। আবার শুধু গড়াগড়ি খেলেও চলতো,
> গড়াগড়ি খেতে খেতেই পেটের ভুটুরভাটুর থেকে উৎপন্ন কিছু বিতর্কিত কথাও ঝেড়ে
> দিলেন
> 'জানালা' বনাম 'লিনাক্স' নিয়ে।
>
>
> > আসুন পাইরেসী কে না বলি । এরপর সাধ্যমত যার কাছে যেটা ভাল লাগে সেটা ব্যবহার
> > করি ।
> >
>
> ঠিক তাই।
>
> আমি উল্লেখ করতে চাই জার্মানী এবং ফ্রান্স সরকার কি নিজ দেশ, জনগন আর
> প্রযুক্তি
> বিষয়ে একেবারে অজ্ঞ? নাকি বেবুঝ? নাকি নাদান? ওঁরা যদি মুক্ত প্রযুক্তির
> ব্যবহারে নিজের সকল প্রয়োজন মেটাতে পারে এবং পূর্নশক্তি প্রয়োগে সচেষ্ট হয় তবে
> কেন আমাদের প্রযুক্তিবিদগণ "ডট.নেট" প্রযুক্তির বাইরে আসতে অক্ষম হচ্ছেন?
>
> আমি আরও যুক্ত করবো যে সবাই যেনো যে কোন পন্য কেনবার আগেই দেশের সম্মান আর
> অর্থনীতিকে বিবেচনায় রাখি। আমাদের কাপড়ের মান ভারতীয় কাপড়ের তুলনায় ভালো হবার
> পরেও ভারতে আমাদের বস্ত্রপন্য প্রায় নিষিদ্ধ(ওঁদের আমদানী কারকেরা সচরাচর নিতে
> চায় না)। কারন প্রথমত দেশপ্রেম তারপর দেশের অর্থনীতি। আমরা যদি এটুকু বেশি করে
> মাথায় রাখি তবেই আজম মাহমুদ ভাইয়ের এই থ্রেড শুরুর বিষয় কি এবং কেন, এ কথাটা
> বুঝে আসবে।
>
> আমাদের দেশ গরীব, জীবনমান বজায় রাখতে কষ্ট হয় তাই কিছু অর্থ সাহায্যের জন্য
> ঝুলি নিয়ে বিদেশী দাতাদের (আইএমএফ, ওয়ার্ল্ডব্যাংক, এডিবি .. .. ..) কাছে হাত
> পাতার চাইতে আর চুরি করে প্রযুক্তির ব্যবহার করাটা যুক্তির বেড়াজালে সিদ্ধ
> করার
> চাইতে মুক্ত প্রযুক্তির পথ চলতে হবে, নিজের মতো করে নিজের প্রয়োজন মেটাতে
> মুক্তপ্রযুক্তিকে আরো উন্নত করতে হবে। তাহলেই হয়তো পাঁচ বছরে মাঝে না হলেও দশ
> বছরের মাঝে নিজের এই গরীর দেশেই বিশাল অর্থনৈতিক উন্নতি দেখতে পাবেন এবং
> ইনশাল্লাহ সেটা নিজের চোখেই।
>
> আরেকটা কথা মনে আসলো -- ভারত কিন্তু ৭২-৭৩ সালেও আমাদের দেশ থেকে ভাতের মাড়
> সংগ্রহ করে নিয়ে যেতো নিজের দেশের জনগনের ক্ষুধা মেটাতে। আর আজ কিন্তু ওঁরা
> নিজের দেশ থেকে আমাদের এখানে চাল রপ্তানী করে। যদি কোন কারনে সরবরাহ বন্ধ করে
> দেয় সেটা তবে কি বিপর্যয় ঘটে তার ফলাফল কিন্তু ২০০৭-০৮ সময় কালে দেশের জনগন
> টের
> পেয়েছেন। :(
>
> আমাদের সচেতন হবার সময় দ্রুতই ফুরিয়ে আসছে। আমরা প্রযুক্তির সাথে আছি, নিজেকে
> প্রযুক্তিপ্রেমী বলতে ভালোবাসি। তাই দেশকে বিপদের হাত থেকে বাঁচাতে আর নিজের
> দেশকে নিজের অবস্থান থেকে সহায়তা করতে আমাদের এখনই সতর্ক আর সক্রিয় হতে হবে।
> আসুন পাইরেসী প্রতিরোধ করি, সাথে সাথে দেশের অর্থ বিদেশে চলে যাওয়া থেকে
> যতটুকু
> পারি রক্ষায় সচেষ্ট হই।
>
> ধন্যবাদ সবাইকে।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed<https://launchpad.net/~toshazed>
> >
> --
>  Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list