[Ubuntu-BD] উবুন্টুতে লিনাক্স মিন্টের ডিফল্ট থিমটা চালানো যায়?

Abhi arup281 at gmail.com
Mon Jul 4 20:18:00 UTC 2011


আর হাঁ, লিনাক্স মিন্টের ডিফল্ট থিমটা উবুন্টুতে ইউজ করা যাবে, ইউনিটির
কথা বলতে পারছি না, তবে গ্নোমে লিনাক্স মিন্ট থিম অর্থাৎ gtk থিম, আইকন
ইত্যাদি চেঞ্জ করে দিলেই লিনাক্স মিন্টের মত হয়ে যাবে। নিচে দেখুন-
http://www.omgubuntu.co.uk/2010/10/install-linux-mint-x-theme-ubuntu/

On 7/5/11, Abhi <arup281 at gmail.com> wrote:
> যদি উবুন্টুকে উইন্ডোজ ৭ এর মত লুক দিতে চান তাহলে নিচের লিংকে দেখতে পারেন-
> http://onlineclue.blogspot.com/2011/06/changing-ubuntu-be-windows-7.html
> এখানেও একটি পেলাম-
> http://my.opera.com/ubuntunerd1/blog/how-to-make-ubuntu-look-like-windows7
>
> On 7/5/11, sagir khan <sagir42 at gmail.com> wrote:
>> উবুন্টুতে লিনাক্স মিন্টের ডিফল্ট থিমটা চালানোর জন্য নেটে ঘাটা ঘাঁটি করলাম।
>> কিন্তু কোন কিছু পেলাম না।
>> আমি উবুন্টুতে লিনাক্স মিন্টের ডিফল্ট থিমটা চালাতে চাই। কোন পথ আছে।
>> কিংবা উবুন্টুর ডেস্কটপটাকে জানালার মত রূপ দিতে চাই। এটিও নেটে ঘেটেছি।
>> কিন্তু
>> যা পাই তা হল জানালার ডিফল্ট থিমটা। আমি থিম নিবো না। কিন্তু উবুন্টুকে দেখতে
>> জানালার মত বানাবো।
>>
>> পথ বাতলে দিলে খুশি হতাম।
>>
>> --
>> ধন্যবাদ
>> সগীর হোসাইন খান
>> _______________________________________________________________
>> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽
>>>> _______________________________________________________________
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
> --
> -------------------------
> Abhi
> Opensource Enthusiast
> My Personal Blog <http://www.muktoabhi.blogspot.com>
> Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
> E-mail <abhi_69 at ovi.com>
>


-- 
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.blogspot.com>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>


More information about the ubuntu-bd mailing list