[Ubuntu-BD] উবুন্টুতে লিনাক্স মিন্টের ডিফল্ট থিমটা চালানো যায়?

Abhi arup281 at gmail.com
Mon Jul 4 20:14:15 UTC 2011


যদি উবুন্টুকে উইন্ডোজ ৭ এর মত লুক দিতে চান তাহলে নিচের লিংকে দেখতে পারেন-
http://onlineclue.blogspot.com/2011/06/changing-ubuntu-be-windows-7.html
এখানেও একটি পেলাম-
http://my.opera.com/ubuntunerd1/blog/how-to-make-ubuntu-look-like-windows7

On 7/5/11, sagir khan <sagir42 at gmail.com> wrote:
> উবুন্টুতে লিনাক্স মিন্টের ডিফল্ট থিমটা চালানোর জন্য নেটে ঘাটা ঘাঁটি করলাম।
> কিন্তু কোন কিছু পেলাম না।
> আমি উবুন্টুতে লিনাক্স মিন্টের ডিফল্ট থিমটা চালাতে চাই। কোন পথ আছে।
> কিংবা উবুন্টুর ডেস্কটপটাকে জানালার মত রূপ দিতে চাই। এটিও নেটে ঘেটেছি। কিন্তু
> যা পাই তা হল জানালার ডিফল্ট থিমটা। আমি থিম নিবো না। কিন্তু উবুন্টুকে দেখতে
> জানালার মত বানাবো।
>
> পথ বাতলে দিলে খুশি হতাম।
>
> --
> ধন্যবাদ
> সগীর হোসাইন খান
> _______________________________________________________________
> ‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
> _______________________________________________________________
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


-- 
-------------------------
Abhi
Opensource Enthusiast
My Personal Blog <http://www.muktoabhi.blogspot.com>
Twitter <http://www.twitter.com/Abhi_aditya>
E-mail <abhi_69 at ovi.com>


More information about the ubuntu-bd mailing list