[Ubuntu-BD] "লিনাক্স ডে - ২০১১" - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

Miah M. Hussainuzzaman mmhzaman at gmail.com
Wed Aug 31 05:20:42 UTC 2011


সমন্বয়হীনতার ব্যাপারটা একটু খোলাসা কর ভাই। এতে ভবিষ্যতে আরও সমন্বিত করা যাবে
-- অবশ্য খুব বেশি আশাবাদী নই, কারণ আমাদের সকলের গতি একরকম নয়। তারপরেও জেনে
রাখতে দোষ নেই।

অনলাইন ফর্মে এবং ফেসবুকে আরও অনেক বেশি ব্যক্তি আসবেন বলে *নিশ্চিত* করেছিলেন।
কিন্তু আমরা কনফিউশন এড়াতে অন স্পট সকলের জন্য রেজি: পুরণ করানোর চেষ্টা করেছি।
সেই ফর্মটা আমার বা অনিরূদ্ধের কাছে নাই, আছে অফিসে। রিং ভাই ওটা দেখে বলেছেন
বলে আশা করছি। আর সেখানে লোকজন একত্রে জড়ো হয়নি কখনই। আমরা মোটামুটি ১০ টা সাড়ে
১০টা থেকে ইফতার পর্যন্ত ছিলাম। অনেকেই করিডোরের দুইপাশে লাগানো
ব্যানার-ফেস্টুন দেখেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়েছে, চলে গিয়েছে, রেজি: করেনি। আবার
অনেকেই ডেস্কে এসেছে, কথা বলেছে, রেজি: করেছে। কেউ কেউ সিডি ডিভিডি বা সফট কপি
সংগ্রহ করেছে (রেজি: করেছে)। কাজেই যেহেতু আসা যাওয়ার উপরে ছিল লোকজন, তাই কতজন
মানুষ হয়েছিল বা অংশ নিয়েছিল সেটা ফট করে বলাটা মুশকিল। এক দল লোক দেখে সকলেই
কিন্তু আন্দাজ করতে পারে না যে কতজনের দল। আমার অনুমানও খারাপ, যদিও আমি ক্লাস
নেই - যার আকার ৭ জন থেকে ৬২ জন পর্যন্ত; কিন্তু সেটা হল বসে থাকা ছাত্র।
দাড়িয়ে জটলা পাকানো বা ইতস্তত ঘুরে বেড়ানো দল নয়।

বিনয়ের অভাবের অভিযোগটা মেনে নিচ্ছি। এটা শুধরানোর চেষ্টা অব্যাহত থাকবে, দোয়া
কোরো।

শুভেচ্ছা ও ঈদ মোবারক।
- শামীম।

2011/8/30 Shabab Mustafa <shabab at linux.org.bd>

> @শামীম ভাই এবং অন্য সবাই,
>
> আমি খোঁচানোর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করি নি। মূলত আমার ক্ষোভ উজবুকীয়
> সাংবাদিকতার প্রতিই ছিল। কিন্তু মহাসচিব সাহেব যেভাবে কনফিডেন্সের সাথে বললেন
> যে সাংবাদিকরা অনুষ্ঠানে ছিলেন এবং তাদের পরিবেশিত খবরে দ্বিধান্বিত হবার কিছু
> নেই, তথ্যগত অমিলের কারণে আমি তখন আরো বেশি খুঁতখুঁতে হয়ে গেলাম এবং আরো কিছু
> অসংগতি নজরে এল।
>
> মহাসচিব বলছেন, সাংবাদিকদের সংবাদে দ্বিধন্বিত হবার কিছু নেই। এখন শামীম ভাই
> বলছেন, প্রেস রিলিজ দেখে ছাপালে দায় সাংবাদিকদের নিজের। তাহলে আবার প্রশ্ন
> জাগে
> প্রেস রিলিজটা লিখেছেন কে? সেখানে কি 'অতিথি উপস্থিত ছিলেন' লেখা ছিল? ‌
>
> অনিরুদ্ধ বলছে সে সারাদিন ছিল। অনু্ষ্ঠানের শেষের দিকে তিনজনই এসেছিলেন।
> এইদিকে
> শামীম ভাই বলছেন মুনির হাসান ফোন যোগাযোগ রেখেছিলেন। ডালেম স্যার অসুস্থ হয়ে
> পড়েছিলেন। তিনজনের হিসাবটা তো মিলল না।
>> মহাসচিব বলছেন ১৩৭ জনের উপস্থিত ছিলেন। লিখিত রেজিস্ট্রেশন ফর্দ আছে। অনিরুদ্ধ
> বলছে ১০০ জনের মত ছিল যাদের সবাই লিনাক্স সম্পর্কে আগ্রহী ছিল না। তাহলে কি
> লোকজন ধরে ধরে এনে জোর করে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করানো হয়েছে?
>
> এইরকম আরো অনেক কিছুই আছে যেগুলোর হিসেব মিলছে না।
>
> দেখুন আমরা সবাই মানুষ এবং কেউই পারফেক্ট নই। ভুল-ত্রুটি আমাদের হতেই পারে।
> কিছু সেটার কথা বলতে গেলে যদি সেটা শোধরাবার উদ্যোগ না নিয়ে যদি সপক্ষে বার
> বার
> জোর করে ঠিক প্রমাণিত করার চেষ্টা করা হতে থাকে তাহলে এইরকম অযথা বিতর্ক একের
> পর এক চলতেই থাকবে। আমরা স্বচ্ছতা চাই। বিভ্রান্তি চাই না।
>
> এই যেমন ধরুন, এখন এত এত গরম গরম কথাবার্তার সহকারে লম্বা লম্বা মেইল পাওয়া
> যাচ্ছে। কিন্তু গত দুইদিন ধরে আমি যখন একটা সাধারণ প্রশ্ন জিজ্ঞেস করছিলাম
> তখনই
> যদি কেউ বলে দিতেন যে ভুলটা সাংবাদিকের এবং অতিথিরা সমস্যার কারণে উপস্থিত হতে
> পারেন নি তবেই ল্যাঠা চুকে যেত, তাই না? এত কথাও তো খরচের কেন প্রয়োজন হত না।
>
> FOSSBD যে কাজ করছে তা নিশ্চয়ই প্রসংশাযোগ্য। কিন্তু আমার কাছে মনে হয়েছে এর
> অর্জনগুলো যে বড় দুটো দুর্বলতার ফুটো দিয়ে পড়ে যাচ্ছে সে দুটো হল সমন্বয়হীনতা
> এবং পর্যাপ্ত বিনয়ের অভাব। তবে এটা একান্তই আমার নিজস্ব মতামত। আশাকরি
> ভবিষ্যতে
> সংগঠনটি এর দুর্বলতা কাটিয়ে উঠবে এবং কাজ করে যাবে।
>
> সবাই ঈদের শুভেচ্ছা।
> ---
> Shabab Mustafa
> <https://wiki.ubuntu.com/Shabab>
>
>


More information about the ubuntu-bd mailing list