[Ubuntu-BD] "লিনাক্স ডে - ২০১১" - বাংলাদেশ, কুড়ি বছর পূর্তির উৎসব আয়োজন

sagir khan sagir42 at gmail.com
Tue Aug 30 10:40:20 UTC 2011


আস্সালামুআলাইকুম।
লিনাক্স এমন কোন বিষয়না যেটাতে মানুষ আগ্রহ নিয়ে ঝাপিয়ে পড়বে। দেখা যায় যারা
লিনাক্স ব্যবহার করে তারা নিজেরাই সচেনতন না। যে কারনে অনলাইনে কোন জরিপ হলে
কাউকে ঠিক ভাবে খুজে পাওয়া যায় না। নিজ গরজে কেউ অংশগ্রহণ করতে চায় না। আর সেটা
যদি সশরীরে হয় তাহলে মানুষের কাজের চাপ আরো বেরে যায়। তাই মানুষের উপস্থিতি
এক্ষেত্রে বেড়ে যায়।

আমাদের যে আয়োজন ছিল তা ছিল প্রচারের জন্য। আজ রাস্তায় কিছু মানুষ দেখলেও
আমাদের লাভ। কারা আসলো আর কারা আসলোনা তা নিয়ে আমাদের চিন্তার কোন কারন দেখিনা।
দর্শক না হলে আমাদের কাজ ব্যর্থ হয় না। কারন এই আয়োজন থেকে আমরা আর্থিক বা
রাজনৈনিত কোন ফায়দা পাবো না।


এখন একদল মানুষ এটা করেছে বলে এই ভাবে খুটিয়ে খুটিয়ে কি হয়েছে না হয়েছে তা বের
করে দোষ ধরা কিংবা এটি ব্যর্থ হয়েছে প্রমাণ করার মধ্যে আমি কোন ফায়দা খুজে পাই
না। কারন আমিও লিনাক্সের প্রচার চাই। আপনিও লিনাক্সের প্রচার চান। কিন্তু আপনি
বসে ছিলেন অনলাইনে আমি অনলাইনের সাথে সাথে অফলাইনেও কাজ করেছি।

মাঝে মাঝে মেইলিং লিস্টে এমন মেইল চরম বিরক্তের কারন ঘটায়। আমারা আমাদের মাঝে
আর বিভক্তি রেখা সৃষ্টি না করি।

৩০ আগস্ট, ২০১১ ৪:৩০ pm এ তে, Miah M. Hussainuzzaman <mmhzaman at gmail.com>লিখেছে:

> যদিও মেইলটা শাবাব ভাইকে করা হয়েছে, আলোচ্য ব্যানারটা আমার লেখা, তাই একটু নাক
> গলালাম।
>
> পরবর্তী প্রজন্মকে টার্গেট করা হয়েছে লেখাতে। আমি চাইবো না আমার সন্তানকে কেউ
> নিচু চোখে দেখুন এই কারণে। পাইরেসীর কারণে অসম্মানটা কি অস্বীকার করতে পারবেন?
> আমি নিজেও যখন পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করতাম নিজের মধ্যে সবসময় চোরের মন
> পুলিশ পুলিশ ভাব থাকতো --- বলাই বাহুল্য এটা এদেশে নয়, বিদেশে।
>
> 'তাহাদের' 'আমাদের' বলে একটা স্পষ্ট বিভাজন দেখছি।
>
> পত্রিকায় যদি ভুল ছাপায় তাহলে জবাবদিহিতা করতে হবে কেন? পত্রিকাওয়ালা যদি না
> এসে শুধু প্রেস রিলিজ দেখে ছাপায়, কিন্তু শেষে নিজের নাম দেয় তবে দায়িত্বটা তো
> তার। যা হোক, যেহেতু 'তাহাদের' 'আমাদের' টার্মগুলো চলে এসেছে, তাই এ ধরণের
> খোঁচাখুচি হওয়াটাও অবাক হচ্ছি না।
>
> সমালোচনাগুলো সামনের অনুষ্ঠানগুলোকে আরো সুন্দর করবে। তবে সমালোচনার বদলে
> খোঁচাখুঁচি হইলে কষ্ট লাগে। শুধু অনলাইনে সাপোর্ট বা টিউটোরিয়াল লিখছি না আমি,
> সাথে কুকুরের মত দৌড়াচ্ছি -- এটা একটা ভালবাসা, একটা আকাঙ্খা থেকে। সকলের
> সামর্থ এক রকম নয়; কেউ উপদেশ দিয়ে সেবা করবে, কেউ চমৎকার লেখনীর মাধ্যমে সেবা
> করবে, কেউবা দৌড়াতে থাকবে; কেউ অনলাইনে সাপোর্ট দেবে, কেউ দৌড়িয়ে গিয়ে সাহায্য
> করবে; কেউ হয়তো এগুলোর কোনকিছুই করবে না, কিন্তু সাহায্য করার জন্য হয়তো
> ডোনেশন
> দিবে -- সবগুলোই স্বেচ্ছাসেবার বিভিন্ন রূপ। ওপেন সোর্স বা লিনাক্স নিয়ে যদি
> বলা হয়, তবে সম্পুর্ন ভাবে এটাকে ছড়িয়ে দেয়ার জন্য সবগুলো ক্ষেত্রেই সেবার
> দরকার আছে: শুধু অনলাইন সাপোর্ট ফোরাম দিয়ে কর্পোরেট চলবে না। আবার অনলাইন
> সাপোর্ট দিয়ে অনেক ব্যক্তিরও চলবে না। শুধু অনলাইন মেইলিং লিস্টে কুপাকুপি করে
> সরকারী লেভেলে প্রমোট করা যাবে না। হয়তো দৃষ্টিটাকে আরোও প্রসারিত করতে হবে।
>
> যা হোক, টিএসসিতে অনেক কর্পোরেট বাধার মধ্যেও অনুষ্ঠান করা গেছে, যা সরাসরি
> শিক্ষকের সহযোগীতা ছাড়া সম্ভব ছিল না। আর আমন্ত্রন জানিয়েছিলাম কয়েকশ লোককে;
> কাউকে মেইলে, কাউকে মুখে, অনলাইন ফোরামে ইত্যাদি। তবে ব্যানারে কয়েকজনের নাম
> লেখাটা চরম একটা ভুল সিদ্ধান্ত ছিল, বিশেষত যখন তাঁদের বেশিরভাগই এটাতে
> অনুপস্থিত ছিলেন। মুনির ভাই শেষ পর্যন্ত ফোনে যোগাযোগ রেখেছিলেন কিন্তু আসতে
> পারেন নাই। সাইফুল ইসলাম ভাই এসেছিলেন ইফতারের আগ দিয়ে। ডালেম স্যার, যিনি
> কিনা
> সব ব্যবস্থা করলেন, উনি হয়ে গেলেন অসুস্থ। সাব্বির স্যারের খবর নিতে হবে --
> উনি
> আমার খুব কাছের আত্মীয়।
>
> শোভাযাত্রা বাদ দিতে চেয়েছিলাম কয়েকজন -- কারণ এই গরমে এতদুর হাঁটা কষ্টকর,
> তাও
> একটা ছোট করে করা হয়েছে - শাবাবের অবজার্ভেশন সঠিক। আর বক্তৃতা দেয়ার জন্য কোন
> জনসমাগম করা হয়নি। এটা আমাদের উদ্দেশ্যও ছিল না -- এবার আমরা চেয়েছিলাম
> ডিসপ্লেতে যত বেশি সম্ভব তথ্য তুলে ধরতে। বক্তৃতা দিলে একটু পরই সেটার আবেদন
> চলে যায়, আবার অনেকে ঐ সময়ে কিছু বিষয় মিস করে যায়। তাই আমরা চেযেছি তথ্যগুলো
> সবার চোখের সামনে ঝুলতে থাকুক, যে যার সুবিধামত দেখে নিবে। আর শেষে মাইকে যা
> বলা হয়েছে সেটা হল প্যাসিভ প্রচারণা -- অনেকটা টিভিতে চলতে থাকা ভালোচনার মত।
> কেউ কেউ হয়তো নিজের কোনা থেকেই শুনেছে এবং প্রভাবিত হয়েছে।
>
> এছাড়া অনুষ্ঠানে আরও ভুল ছিল, যা fossbdর মিটিংএ আমাদের আলোচনা হয়েছে।
> ভবিষ্যতের অনুষ্ঠানগুলোতে এরকম অতিথিদের নাম দেয়া হবে না, নিজেদের কার্যক্রমের
> বিজ্ঞাপনও এটার মত থাকবে না। আপনাদের সুপরামর্শগুলো লিনাক্স ও ওপেনসোর্স
> প্রসারে সহায়ক হউক। গঠনমূলক সমালোচনাগুলো আমাদেরকে আরও সুসংগঠিত করুক।
>
> ভাষার চয়নে কষ্ট পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থী।
> ধন্যবাদ।
>
> 2011/8/30 maSnun <masnun at gmail.com>
>
> > শাবাব ভাই,
> >
> > এই ফটো ( http://bit.ly/rtRyHj ) অনুসারে যারা পাইরেসী করে তারা চোর অথবা
> > চোরের
> > সন্তান । এইবার একটু মনে করে দেখেন কোন কালে কোন কিছু পাইরেসী করছিলেন কিনা
>> > তাহলে বুঝতে পারবেন কেন আপনার মেইলের রেপ্লাই দেওয়ার মত "রুচি" তাহাদের হয়
> নাই
> > ।
> >
> > ভাল থাকবেন । আর দুঃখ পাবেন না, আমিও আপনার মত চোর ।
> >
> > -- মাসনুন
> >
> > 2011/8/30 Shabab Mustafa <shabab at linux.org.bd>
> >
> > > প্রশ্ন করার পর প্রায় ৪৫ ঘন্টা পেরিয়ে গেলেও উত্তর পাওয়া গেল না। যদিও
> > এরমধ্যে
> > > অনুষ্ঠানের আয়োজকরা লিস্টের অন্যান্য থ্রেডের উত্তর দিয়ে চলেছেন। সম্ভবত
> > আমার
> > > মত আলতু লোকের ফালতু প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা নাই। সে যাইহোক,
> > আমার
> > > অভিমান আমার কাছেই থাকুক।
> > >
> > > আমার নিজের স্বভাবগত কিছু বদঅভ্যাস আছে। কোন বিষয়ে খটকা লাগলে বা গড়বড়
> দেখলে
> > > আত্মসংবরণ করা বা চুপচাপ হজম করা আমার জন্য বেশ কষ্টকর। এই বদঅভ্যাসের
> কারণে
> > > আমার অজনপ্রিয়তাও কম নয়।
> > >
> > > যেহেতু অতিথিদের কোন ছবি অনুষ্ঠানের অ্যালবামে দেখলাম না সেহেতু আমার
> ধারণা
> > > তাদের কেউই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। এরপরও সকালের খবরের সাংবাদিক বাদল
> > খান
> > > লিখেছেন অনুষ্ঠানে তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে মহাসচিব আশ্বস্ত করছেন যে
> > > দ্বিধান্বিত হবার কোন কারণ নেই। সাংবাদিকগণ উড়ো খবর ছাপাননি। তারা সকাল
> > থেকেই
> > > ঘটনাস্থলে ছিলেন এবং মহাসচিব ও সভাপতির সাথে কথা বলেছেন। এখানে আমার
> খটকাটা
> > হল
> > > তাহলে অতিথিরা উপস্থিত ছিলেন এই ভুল তথ্যটা বাদল খান কার কাছে থেকে পেলেন?
> > > মহাসচিব নাকি সভাপতি? উত্তরটা বোধহয় আমি ইতিমধ্যেই জানি। নিশ্চয় বাদল
> খান-ই
> > > খারাপ লোক। তিনি পুরো না বুঝেই লিখেছেন। কিন্তু তাতেও কাজ হচ্ছে না।
> মহাসচিব
> > > আমাকে মিষ্টভাষ্যে দ্বিধান্বিত না হবার জন্য আশ্বস্ত করলেও আমার খটকাটা
> গেল
> > > না।
> > >
> > > আমি আরো অবাক হচ্ছি শোভাযাত্রার ছবি দেখে। অবশ্য আমার মত সবাই অবাক হচ্ছেন
> > > কিনা
> > > জানি না। শোভাযাত্রা বেশি বড় হয় নি। অল্প কয়েকজন লোককেই সেখানে উপস্থিত
> > ছিলেন।
> > > শোভাযাত্রা বেশিদূর যায়ও নি। টিএসসির একমাথা দিয়ে রাজপথে নেমে আরেকমাথা
> দিয়ে
> > > টিএসসির ভেতরে ঢুকে গেছে। এরমধ্যেই বেশ কিছু ছবি তোলা হয়েছে। FOSSBD-র
> > > অফিসিয়াল
> > > সাইটে গিয়ে অফিসিয়াল অ্যালবামের ঠিকানা পাওয়া যাচ্ছে (
> http://is.gd/ZxMW5G)
> > > ।
> > > সেখানে শোভাযাত্রার প্রথম ছবিতেই চোখ আটকে গেল। দ্বিতীয় ছবিতে আরো
> পরিষ্কার
> > > দেখা যাচ্ছে ( http://is.gd/8e5Y10 )।  প্রথম সারিতে যাদের দেখা যাচ্ছে
> > তারা
> > > আমার অপরিচিত নন। একদম বামে যাকে কালো টাই পড়া যাকে দেখা যাচ্ছে তিনি
> হচ্ছেন
> > > মাসুদ ভাই, প্রজন্ম ফোরামের ফোরামিক। এর পাশে যেই আপুকে দেখা যাচ্ছে তিনি
> > > হচ্ছেন FOSSBD-র মহাসচিব সাজেদুর রহিম জোয়ারদারের ছোটবোন (দুঃখিত আমি তার
> > > নামটা
> > > ভুলে গেছি)। তার ডানে জলপাই রংয়ের শার্ট পড়া একজনকে দেখা যাচ্ছে। যতদূর
> মনে
> > > পড়ে
> > > এনার নাম রাসেল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের
> ছাত্র।
> > > সম্পর্কে মহাসচিব সাজেদুর রহিম জোয়ারদার রিং-এর ফুফাতো ভাই। এরপর মহাসচিব
> > > সাহেবকে দেখা যাচ্ছে। তাকে আমরা সবাই চিনি। তারপাশের চশমাপরা ব্যক্তিটি
> > হচ্ছেন
> > > FOSSBD-র সভাপতি জেড এম মেহেদি হাসান। যদি চিনতে ভুল না করে থাকি মেহেদি
> > > হাসানের পাশের মহিলাটি হচ্ছেন সম্ভবত তার বড়বোন। এই বছরের জানুয়ারিতে
> মেহেদি
> > > ভাইয়ের বাড়িতে যখন লিনাক্সমিন্ট বাংলাদেশের বর্ষপূর্তি অনুষ্ঠানে
> গিয়েছিলাম
> > > তখন
> > > তার সাথে পরিচয় করিয়ে দেয়া হয়েছিল। তার পাশে ব্যানারের আরেকমাথা ধরে আছেন
> > যিনি
> > > এনার নাম সোহান। সোহান হচ্ছেন সাজেদুর রহিম জোয়ারদারের আপন ছোট ভাই।
> > >
> > > অন্যদিকে এই অনুষ্ঠানের সহকারী সমন্বয়ক, লিনাক্সদেশ ফোরামের প্রধান
> সমন্বয়ক,
> > > আশিকুর রহমান নূর-এর মাথাটা পেছনের সারি থেকে কোনমতে দেখা যাচ্ছে। সেখানে
> > তার
> > > সাথের লোকটা যে শামীম ভাই (মিয়া মোহাম্মদ হুসাইনুজ্জামান) সেটা বুঝতে বেশ
> > > কিছুটা সময় লাগল। শামীম ভাই মাথাটা একটু ঘুরিয়ে রাখায় আরো বেশি করে চেনা
> > > যাচ্ছে
> > > না। শোভাযাত্রার প্রায় শেষ পর্যন্ত ফর্মেশনটা প্রায় এইরকমই ছিল বলে ছবিতে
> > > দেখতে
> > > পাচ্ছি।
> > >
> > > অ্যালবামে আর কিছু ছবি আছে। কিন্তু সেইখানে শুধুই বক্তা আর আয়োজকের ছবির
> > > আধিপত্য। কিন্তু তাদের বক্তব্য কারা শুনছিলেন তাদের ছবি দেখতে পেলাম না।
> > >
> > > ইংরেজিতে একটা কথা আছে। A picture is stronger than thousand words. হঠাৎ
> > করে
> > > আমার এই প্রবাদটিই মনে পড়ে গেল।
> > >
> > > আরো অনেক প্রশ্নই মাথার মধ্যে গুট গুট করছে। সেগুলো নাহয় নাইবা করলাম।
> মানুষ
> > > এখন অনেক বেশি সচেতন। প্রশ্নগুলো হয়ত তারাই করা শুরু করবে।
> > >
> > > ---
> > > Shabab Mustafa
> > >  <https://wiki.ubuntu.com/Shabab>
> > >
> > >
> > > 2011/8/29 Shabab Mustafa <shabab at linux.org.bd>
> > >
> > > > 2011/8/28 Shabab Mustafa <shabab at linux.org.bd>
> > > >
> > > >> @ রিং,
> > > >>
> > > >> আমার প্রশ্নটা পরিষ্কার করে আবার করি:
> > > >>
> > > >> অনুষ্ঠানে "বিশেষ অতিথি"দের মধ্যে কে কে উপস্থিত ছিলেন? তাদের ছবিগুলো
> > > কোথায়
> > > >> পাওয়া যাবে?
> > > >>
> > > >
> > > > প্রশ্ন করার ২৪ ঘন্টা পরও কোন উত্তর না পাওয়ায় সন্দেহ হওয়ায় আর্কাইভ
> > পরীক্ষা
> > > > করে দেখলাম মেইল তো ঠিকমতই পৌঁছছে [0]। অন্য থ্রেডে রিং-দার উত্তরও
> > দেখলাম।
> > > > কিন্তু এই প্রশ্নটার উত্তরটা তো পেলাম না।
> > > >
> > > > ---
> > > > Shabab Mustafa
> > > >
> > > > [0]
> > https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-August/009816.html
> > > >
> > > --
> > > Ubuntu Bangladesh
> > > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> > >
> >
> >
> >
> > --
> > Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com <
> http://masnun.com>
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
> ‌‌-- শামীম।
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list