[Ubuntu-BD] কোন নেটবুক কিনলে উবুন্টু ব্যবহারে কোন ঝামেলা হব না।

shiplu shiplu.net at gmail.com
Tue Aug 2 14:06:08 UTC 2011


> উবুন্টু রেডি পাওয়া যায় কি বাংলাদেশে? পাওয়া গেলে ওটাই কিনুন। তাহলে সাপোর্ট
> নিয়ে কোন চিন্তা করতে হবে না।

আসুসের কিছু নেটবুক আছে উবুন্টু প্রি-ইন্সটল্ড।
http://www.ubuntu.com/certification/make/Asus/netbooks

কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল বাংলাদেশে যখন কোন ল্যাপটপ, নেটবুক আসে তখন
ইমপোর্টাররা সেগুলোতে ঢালাও ভাবে পাইরেটেড উইন্ডোজ ইন্সটল করে। ইন্সটল
করা শেষে তারা আবার স্কচটেপ লাগিয়ে দেয়। এবং এটাকেই আবার intake হিসেবে
চালিয়ে দেয়।  আগে থেকে কথা বলে নিলে হয়ত ইন্সটল না করা ল্যাপটপ পাওয়া
যাবে।

-- 
Shiplu Mokadd.im
Follow me, http://twitter.com/shiplu
Innovation distinguishes between follower and leader


More information about the ubuntu-bd mailing list