[Ubuntu-BD] কোন নেটবুক কিনলে উবুন্টু ব্যবহারে কোন ঝামেলা হব না।
abdul miya
abdul.baten3 at gmail.com
Tue Aug 2 13:54:07 UTC 2011
On 08/02/2011 09:40 PM, Jamal Khan wrote:
> দুঃখিত আমি খেয়াল করিনি আপনি নেটবুকের কথা বলেছেন । নেটবুকের ক্ষেত্রে আমার
> প্রথম এবং শেষ দুইটা পছন্দই এইচপি । এইচপি এর নেটবুকগুলো সাধারণত স্ট্যান্ডার্ড
> কম্পোনেন্ট ব্যবহার করা হয় তাই উবুন্টুতে কোন সমস্যা হয় না । মেক্সিমাম নেটবুক
> মডেলই উবুন্টুতে আউট-অফ-দ্যা-ব্ক্স সবকিছু চলে বলেই জানি ।
>
> 2011/8/2 shiplu<shiplu.net at gmail.com>
>
>> 2011/8/2 sagir khan<sagir42 at gmail.com>
>>> আমি অচিরেই নেটবুক কিনবো। কিন্তু নেট বুক সম্পর্কে আমার স্বচ্ছ ধারণা নেই।
>> তাই
>>> বুজতে পারছি না কোন ব্যান্ডের নেটবুক কিনলে উবুন্টু/লিনাক্স মিন্ট ব্যবহারে
>> কোন
>>> রূপ সমস্যা হবে না।
>> এই লিংকে যেসব নেটবুকের নাম আছে তা কিনতে পারেন। এগুলো উবুন্টু সাপোর্ট
>> করে সম্পুর্ণরুপে। বিশেষ করে tier 1
>> https://wiki.ubuntu.com/HardwareSupport/Machines/Netbooks
>>
>> এখান থেকে নেটবুক বাছাই করুন অথবা নেটবুক আগে বাছাই করে এই লিংকের সাথে
>> মিলিয়ে কম্পাটিবিলিটি রিপোর্ট দেখুন।
>>
>>> --
>> Shiplu Mokadd.im
>> Follow me, http://twitter.com/shiplu
>> Innovation distinguishes between follower and leader
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
>
>
উবুন্টু রেডি পাওয়া যায় কি বাংলাদেশে? পাওয়া গেলে ওটাই কিনুন। তাহলে সাপোর্ট
নিয়ে কোন চিন্তা করতে হবে না।
More information about the ubuntu-bd
mailing list