[Ubuntu-BD] bangla in ubuntu 11.04 64bit
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Sat Apr 30 07:09:12 UTC 2011
প্রিয় ফিরোজ
৩০ এপ্রিল, ২০১১ ১০:৫১ am এ তে, Ahmad Firoz <firoz.ngk at gmail.com> লিখেছে:
> এছাড়া ও কম্পাইলিং পদ্ধতি নামে আরেকটা পদ্ধতি আছে । তবে ন্যাটি তে
> ডিপেন্ডেন্সি নিয়ে প্রচুর সমস্যা । বহু প্রয়োজনিয় প্যাকেজ ইন্সটল করতে পারছি
> না। কাটিয়া আশা পর্যন্ত জনলায় থাকতে হপে ।ঃ((
>
বিষয়টা একটু ব্যাখ্যা করুন। ন্যাটি'র ঠিক কোন ভার্সনে সমস্যায় পড়ছেন আপনি। আর
কোন কোন প্যাকেজ ইনস্টল করতে পারছেন না? আপনাকে কোনরূপ সাহায্য করতে পারলে
আনন্দিত হবো।
জানালায় ফেরত যাবার মতো দুশ্চিন্তা এত সহজে যখন করতে পারছেন ইনশাল্লাহ এই ছোট
খাটো সমস্যার মোকাবেলা করে উবুন্টুকে নিজের কম্পুতে চিরস্থায়ীও করতে পারবেন।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক
"পেঙ্গুইন মেলা - ২০১১"
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র
ব্লগ <http://toshazed.wordpress.com/>
More information about the ubuntu-bd
mailing list