[Ubuntu-BD] bangla in ubuntu 11.04 64bit

Ahmad Firoz firoz.ngk at gmail.com
Sat Apr 30 04:51:22 UTC 2011


2011/4/30 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> প্রিয় রনি
>
> ৩০ এপ্রিল, ২০১১ ৫:৩২ am এ তে, Md Arif Ahmed Roni <roni21iut at gmail.com
> >লিখেছে:
>
> > ভায়েরা
> > আমি আজকে উবুন্টু ১১,০৪ দিলাম. ৬৪ বিট ভার্সন. কিন্তু এটার জন্য অভ্র পাচ্ছি
> > না. 64bit এ কি অভ্র চালানো সম্ভব না?
> >
>
> আপনি প্রথমে প্যাকেজ ম্যানেজার থেকে linux32 , ia32* আর ia32-libs..... এই রকম
> কিছু একটা নামের প্যাকেজগুলোকে খুঁজে বের করুন (দুঃখিত যে একেবারে সঠিক নাম
> লিখে দিতে পারলাম না কেননা এই মুহুর্তে ৬৪বিট ওএস ব্যবহার করছি না)। এবং
> ওগুলোর
> ডিপেন্ডেন্সি সহ ইনস্টল করে ফেলুন। আশা করি এরপরে আপনি সব ৩২ বিট সফটওয়্যার
> গুলোই ৬৪ বিট সিস্টেমে অনায়াসে ব্যবহার করতে পারবেন।
>
> আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
>
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক
> "পেঙ্গুইন মেলা - ২০১১"
>
> বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
> জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
> প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
> ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
> ঢাকা-১০০০।
>
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন
> 'র
> ব্লগ <http://toshazed.wordpress.com/>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>

এছাড়া ও  কম্পাইলিং পদ্ধতি নামে আরেকটা পদ্ধতি আছে । তবে ন্যাটি তে
ডিপেন্ডেন্সি নিয়ে প্রচুর সমস্যা । বহু প্রয়োজনিয় প্যাকেজ ইন্সটল করতে পারছি না
। কাটিয়া আশা পর্যন্ত জনলায় থাকতে হপে ।ঃ((

-- 
From,
Firoz Ahmad


More information about the ubuntu-bd mailing list