[Ubuntu-BD] ext4 পার্টিশন দেখতে পাসওয়ার্ড লাগছে

Shabab Mustafa shabab at linux.org.bd
Mon Sep 13 09:53:03 BST 2010


সমস্যা ১:

সাধারণত পার্টিশনের পারমিশনজনিত সমস্যার কারণে এইরকম সমস্যা দেখা দিয়ে থাকতে
পারে। অর্থাৎ পার্টিশনটি আপনি যখন ফরম্যাট করেছেন তখন যে ইউজার অ্যাকাউন্ট থেকে
করেছেন ডিফল্টভাবেই ড্রাইভটি ধরে নিচ্ছে যে এর মালিক (Owner) হচ্ছে ওই ইউজার।
ফলে বাকি সবার জন্য এটির রিড পার্মিশন থাকলেও রাইট পার্মিশন থাকছে না। রাইট
করতে হলে রুট দিয়ে ঢুকতে হচ্ছে।

এই সমস্যার সমাধানের জন্য প্রথমে ড্রাইভটিকে মাউন্ট করুন। মাউন্ট করার পর
নটিলাসে Ctrl + L চাপলে মাউন্ট অ্যাড্রেসটি ("/media/<something>") পাবেন।
এইবার টারমিনালে কমান্ড রান করুন:

sudo chown -R nobody:nogroup /media/<something>

বি.দ্র. - '<something>' এর স্থলে আপনি নটিলাসে যা পেয়েছেন তা '<>' -এই ব্যাকেট
দুটো ছাড়াই সরাসরি কপি করবেন।


সমস্যা ২:

অ্যাকাউন্ট তৈরি করার সময়ই অপশন থাকে যে লগইন করার সময় পাসওয়ার্ড চাইবে নাকি
সরাসরি লগইন করবে। সম্ভবত আপনার প্রথম অ্যাকাউন্ট পাসওয়ার্ড রিকয়ারমেন্ট
ডিজ্যাবল করা। এজন্য System -> Administration -> Login Screen Settings  -এ
গিয়ে চেক করে দেখুন কোন ইউজারকে Automatic Login এর পার্মিশন দেয়া আছে কিনা।
দেয়া থাকলে সেটা বন্ধ করে Show Login Screen সিলেক্ট করে দিন।


আর সমস্যাগুলো সমাধান হল কিনা সেটা জানাতে ভুলবেন না দয়া করে।

ধন্যবাদ এবং ঈদ মোবারক।
---
Shabab Mustafa
Liaison Person
Ubuntu Bangladesh
https://wiki.ubuntu.com/Shabab


2010/9/13 Maya Max <maya2k10 at gmail.com>

> শুভেচ্ছা নিন সকলে,
> উবুন্টু ১০.০৪ ব্যবহার করছি।সম্প্রতি আগের NTFS পার্টিশনগুলো ext4 এ
> ফরমেট করেছি। বিভিন্ন ফাইল সেখানে পেস্ট করেছি। এই ফোল্ডারগুলোর ভিতরে
> দেখতে গেলে মেসেজ দিচ্ছে নিচের মত:
> The folder contents could not be displayed.
> You do not have the permissions necessary to view the contents of
> "foldername".
> ফোল্ডার ছাড়া কোন ফাইল অবশ্য কপি পেস্ট বা দেখা যাচ্ছে।
> যদি আমি টার্মিনালে গিয়ে sudo nautilus দিয়ে পাসওয়ার্ড দিয়ে ঢুকি তাহলে
> ফোল্ডারের ভিতরে সবকিছু স্বাভাবিক থাকছে। এর কারণ কি? এটাই কি স্বাভাবিক?
> আমার সিস্টেমে দুইজন ইউজার থাকলেও ১ম ইউজার পাসওয়ার্ড ছাড়াই ডেস্কটপে
> আসে। এটা কি কারণ হতে পারে?
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list