[Ubuntu-BD] ext4 পার্টিশন দেখতে পাসওয়ার্ড লাগছে
Maya Max
maya2k10 at gmail.com
Sun Sep 12 20:31:45 BST 2010
শুভেচ্ছা নিন সকলে,
উবুন্টু ১০.০৪ ব্যবহার করছি।সম্প্রতি আগের NTFS পার্টিশনগুলো ext4 এ
ফরমেট করেছি। বিভিন্ন ফাইল সেখানে পেস্ট করেছি। এই ফোল্ডারগুলোর ভিতরে
দেখতে গেলে মেসেজ দিচ্ছে নিচের মত:
The folder contents could not be displayed.
You do not have the permissions necessary to view the contents of "foldername".
ফোল্ডার ছাড়া কোন ফাইল অবশ্য কপি পেস্ট বা দেখা যাচ্ছে।
যদি আমি টার্মিনালে গিয়ে sudo nautilus দিয়ে পাসওয়ার্ড দিয়ে ঢুকি তাহলে
ফোল্ডারের ভিতরে সবকিছু স্বাভাবিক থাকছে। এর কারণ কি? এটাই কি স্বাভাবিক?
আমার সিস্টেমে দুইজন ইউজার থাকলেও ১ম ইউজার পাসওয়ার্ড ছাড়াই ডেস্কটপে
আসে। এটা কি কারণ হতে পারে?
More information about the ubuntu-bd
mailing list