[Ubuntu-BD] Ubuntu 10.10 Beta (Maverick Meerkat) Released
Ovro Niil
ovroniil at gmail.com
Fri Sep 3 18:24:38 BST 2010
দারুণ খবর! তবে এটা ব্যবহার করবনা, এলটিএস থেকে আপাতত সরার ইচ্ছা নাই। লিনাক্স
ফোরামে < http://forum.linux.org.bd/viewtopic.php?f=12&t=1532 > এটার বেশ কিছু
ফিচার পড়লাম। সব দেখেটেখে ভালোই লেগেছে। এফস্পট সরিয়ে দিচ্ছে, নতুন থিম আইকন
আসছে, ইন্সটলারও পাল্টে যাচ্ছে। ওভারঅল সব ভালো কিন্তু ওয়াল পেপরাটা মেরে
দিয়েছে। একদম পছন্দ হয়নি!
--
.:: অভ্রনীল ::: Ovroniil ::.
❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/
❆ লিনাক্স ফোরাম ➠ http://forum.linux.org.bd
More information about the ubuntu-bd
mailing list