[Ubuntu-BD] Ubuntu Privacy Remix 10.04r1

Shabab Mustafa shabab at linux.org.bd
Sat Oct 30 20:06:03 BST 2010


 2010/10/30 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> @অভ্রদা
>
> আমি আপনার কথায় সামান্য দ্বিমত পোষন করছি। লিনাক্স মিন্ট, উবুন্টুর কোন ফর্ক
> নয়
> বরং একটি পূর্ণাঙ্গ ডিস্ট্রো
>

তা ভাইজান, যদি ফর্ক না হয় তবে রিপোটা উবুন্টুর ব্যবহার করে কেন? রিলিজও
উবুন্টুর সাথে মিলিয়েই বা হয় কেন? এবং সেই রিলিজের ৮০-৮৫% উবুন্টুর সাথেই বা
মিল থাকে কেন? দুনিয়ার এত জায়গা থাকতে ক্যানোনিক্যালের লঞ্চপ্যাডেই বা কেন
আস্তানা গাড়ল?

আর কোন ডিস্ট্রো পূর্ণাঙ্গ হলে যে অন্য কোনটার ফর্ক বা ডেরিভেটিভ হতে পারবে না
সেটাও কোন কাজের কথা নয়। খোদ উবুন্টুই ডেবিয়ানের ডেরিভেটিভ।


More information about the ubuntu-bd mailing list