[Ubuntu-BD] Ubuntu Privacy Remix 10.04r1
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Sat Oct 30 18:07:17 BST 2010
@অভ্রদা
আমি আপনার কথায় সামান্য দ্বিমত পোষন করছি। লিনাক্স মিন্ট, উবুন্টুর কোন ফর্ক নয়
বরং একটি পূর্ণাঙ্গ ডিস্ট্রো এবং একমাত্র ডিস্ট্রো যেটার ডেভেলপমেন্টের বিভিন্ন
ধাপ উবুন্টুর মতোই লঞ্চপ্যাডে সরাসরি হয়ে থাকে। লিনাক্স মিন্ট বরংচ একদিক থেকে
অন্যান্য সব উবুন্টু বেজড ডিস্ট্রো যেমন লুপু বা পাপ্পিবুন্টু বা লুবুন্টু এদের
চেয়ে এগিয়ে যে লঞপ্যাডে একমাত্র লিনাক্সমিন্টেরই ডেভেলপমেন্ট এবং চেঞ্জ,
টেস্টিং ও রিপোর্টিং হয়ে থাকে।
৩০ অক্টোবর, ২০১০ ১০:৩২ pm এ তে, M. Adnan Quaium
<adnan.quaium at linux.org.bd>লিখেছে:
> আগে কখনো নাম শুনিনি। আপনার চিঠি দেখে নেটে খুঁজে দেখলাম যে এটা ক্যাননিকালের
> নিজের কোন প্রোডাক্ট নয়, বরং উবুন্টুর একটা ফর্ক। লিনাক্সমিন্ট বা পিনগাই এর
> মত
> এটাও উবুন্টুর শত শত ফর্কের মাঝে একটা। এর ফিচারগুলো এখানে লেখা আছে <
> https://www.privacy-cd.org/en/features-mainmenu-35 >।
>
>
>
>
> 2010/10/30 Shoyeb Mahmood <shmood at gmail.com>
>
> > Ubuntu Privacy Remix 10.04r1 এই ভার্সনটা কেন বানানো হয়েছে? এর উপকারীতা
> কী?
> > শোয়েব মাহমুদ
> > বরিশাল।
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > Bangla Linux Forum | http://forum.linux.org.bd
> >
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
>
> --
> M. Adnan Quaium
>
> MSc Student
> Faculty of Electrical Engineering Mathematics and Computer Science
> Technical University of Delft
> Mekelweg 4
> Delft
> The Netherlands
>
> URL: http://www.adnan.quaium.com <http://adnan.quaium.com/>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
রিং
+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
More information about the ubuntu-bd
mailing list